আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্থান ও জিম্বাবুয়ের মধ্যাকার ত্রিদেশীয় সিরিজ যেখানে স্বাগতিক হিসেবে থাকছে বাংলাদেশ। চট্রগ্রাম ও ঢাকার দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল ম্যাচ । তবে তার আগেই (৫ সেপ্টেম্বর) আফগানিস্থানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ । আসন্ন ম্যাচগুলো নিয়ে কথা বলতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ টেস্ট ক্রিকেট ও ওয়ানডে ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন ও টি-টুয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন সাকিব আল হাসান । এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি ।
রশিদ খান, কায়েস আহমেদ, জহির খান এর মত তিনজন রিষ্ট স্পিনার রয়েছেন আফগানিস্থান দলে । গত বেশ কয়েক বছর যাবৎ বিশ্ব মাতাচ্ছেন রশিদ খান । অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে তিন দশক পার করে দিলেও আজ পর্যন্ত কার্যকরী কোনো রিষ্ট স্পিনার তৈরী করতে পারেনি । বাংলাদেশ দলে লেগ স্পিনার এর প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন , “যদি ওরকম কোয়ালিটি লেগ স্পিনার থাকে, তাহলে প্রয়োজনীয়তা অনুভব করা যায়। যদি না থাকে, তাহলে অনুভব করে লাভ কী! আমাদের যারা বোলার আছে, তাদের সামর্থ্য আছে ২০ উইকেট নেওয়ার। ওদের ওপর আমাদের পুরো দলের সবার আস্থা আছে যে অন্তত দেশের মাঠে ২০ উইকেট নিতে পারবে।”
সবসময় নাম্বার ওয়ান অলরাউন্ডারের খেতাব ধরে রাখা সাকিব আল হাসান র্যাংকিংয়ে তিনে নেমে আসায় র্যাংকিং নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন করা হলে তিনি জবাবে আফসোস নেই বলে জানিয়ে দেন । র্যাংকিং পরিবর্তনশীল , যখন কেউ ভাল খেলতে থাকে তখনই সে র্যাংকিংয়ে উপরে উঠে আসে । কিছুদিন পর সে অবস্থান দখল করে নেয় অন্যজন । এভাবেই এটি চলে । এই নাম্বার ওয়ান অলরাউন্ডারের বিশ্বাস তিনি ভাল খেলে আবারো তার পূর্বের অবস্থানে ফিরে আসবেন ।
তিনি আরও বলেন, সিরিজ জিততে আশাবাদী তিনি তবে প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না ।
তিনি বলেন , ওদের দলে অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে সক্ষম।
Congratulations @delwar! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!