আজ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) এর ফেইসবুক পেইজে টি-২০ টপ দশজন অলরাউন্ডার র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় প্রথম তিনটি পজিশনে কোনো পরিবর্তন আসেনি। তবে দুইধাপ এগিয়ে রিচি বেরিংটন চারে উঠে আসায় তিনের নিচে প্রতিটি পজিশনেই পরিবর্তন এসেছে। টি-টুয়েন্টিতে টপ ছয়টি দলের ৫ টি দলের কেউই জায়গা করতে পারেনি এ তালিকায়। ক্রমানুসারে টপ দশজন অলরাউন্ডারকে নিয়ে সংক্ষিপ্ত বিবরণ থাকছে এই ব্লগে।
প্রথমঃ
সর্বোচ্চ ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান অলরাউন্ডার হচ্ছেন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার। তিনি ৫৩ টি ইনিংসে ৩৪.৪১ গড়ে রান করেছেন ১৫১৪ রান এবং ৫৬৪ টি বল করে ৭০৪ রান খরচ করে উইকেট নিয়েছেন ২৬ টি। বল হাতে খুব ভাল না হলেও ব্যাট হাতে তিনি একজন বিধ্বংসী ফিনিশার।
দ্বিতীয়ঃ
৩৫৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন একজন জীবন্ত কিংবদন্তি ও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২০০৬ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর থেকে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই নয়, তিনি সকল ফরম্যাটেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় নাম্বার ওয়ান অলরাউন্ডারের স্থানটি দখল করে রেখেছেন। তিনি বর্তমানে টেস্ট ও টোয়েন্টি - টোয়েন্টি দ্বিতীয় সেরা অলরাউন্ডার হলেও একদিনের ফরম্যাটে তিনিই নাম্বার ওয়ান অলরাউন্ডারের স্থানটি দখল করেছেন। তিনি বোলিং ও ব্যাটিং উভয় চরিত্রেই বেশ সফল তিনি। তিনি ১৬৬৭ বলে ১৮৯৩ রান খরচ করে ৯২ টি উইকেট শিকার করেছেন। আর মাত্র ৮ টি উইকেট শিকার করতে পারলেই টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে শতশত উইকেট শিকারের কীর্তি গড়বেন তিনি। ব্যাট হাতে ২৩ এভারেজে ১৫৬৭ রান করেছেন তিনি।
তৃতীয়ঃ
তালিকার তৃতীয় স্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবী। ৩৩৯ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের পরেই তার অবস্থান। তিনি একজন ডানহাতি বোলার ও ব্যাটসম্যান। ৭১ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে ২২ এভারেজে সংগ্রহ করেছেন ১২৬১ রান ও বল হাতে শিকার করেছেন ৬৯ উইকেট।
চতুর্থঃ
সবাইকে চমকে দিয়ে চতুর্থ স্থানটি দখলে নিযেছেন রিচি বেরিংটন নামের স্কটল্যান্ডের এই অলরাউন্ডার। তিনি দুই ধাপ এগিয়ে ২৫৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার। তিনি ব্যাট হাতে ২৮ এভারেজে সংগ্রহ করেছেন ১০৬০ রান ও বল হাতে শিকার করেছেন ২২ উইকেট।
পঞ্চমঃ
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মূলত নিয়মিত বোলার নন। দলের প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ও সাম্প্রতিক সময়ে ফিনিশারের ভূমিকায় ব্যাট করে থাকেন। তিনি ডানহাতি অফ ব্রেক বোলার ও ব্যাটসম্যান। ব্যাট হাতে ২৩.৭২ এভারেজে সংগ্রহ করেছেন ১৩৭৬ রান ও বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট।
ষষ্ঠঃ
২১৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানটি দখলে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শেন উইলিয়ামস। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান ও স্পিন বোলার। ব্যাট হাতে তার সংগ্রহ ২৩ এভারেজে ৬৯১ রান ও বল হাতে তার শিকার ২৬ উইকেট।
সপ্তম ও অষ্টমঃ
তালিকার সপ্তম ও অষ্টম স্থানটি দখলে নিয়েছেন স্কটল্যান্ডের দুই অলরাউন্ডার কেভিন ও' ব্রিয়েন ও পল স্টার্লিং। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ১৮৮ ও ১৮৭। কেভিন ও ব্রিয়েনর রান সংগ্রহ ও উইকেট শিকার যথাক্রমে ১১৭২ রান ও ৫৮ উইকেট এবং পল স্টার্লিং এর রান সংগ্রহ ও উইকেট শিকার যথাক্রমে ১৫১৬ ও ১৬ উইকেট।
নবমঃ
তালিকার নবম স্থানে রয়েছেন থিশারা পেরেরা। এটা দেখে খুবই অবাক হয়েছি। তিনি ব্যাট ও বল হাতে বেশ সফল একজন খেলোয়াড়। বর্তমানের সেরা ৫ অলরাউন্ডারদের একজন তিনি। তবে সাম্প্রতিক সময়ের বাজে পারফর্মেন্স তাকে নিয়ে গিয়েছে তালিকার নবম স্থানে।
দশমঃ
তালিকার দশম স্থানে আছেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার জেপি ধোমিনি। তিনি মূলত একজন ব্যাটসম্যান অলরাউন্ডার। তবে বল হাতেও বেশ কার্যকর তিনি। তার ব্যাটিং গড় রীতিমতো ঈর্ষণীয়। ৩৮.৬৮ এভারেজে সংগ্রহ করেছেন ১৯৩৪ রান ও বল হাতে শিকার করেছেন ২১ উইকেট।
এটিই ছিল সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি টপ দশজন অলরাউন্ডারের সংক্ষিপ্ত স্ট্যাটস।
Congratulations @delwar! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!