Netherlands vs Sri Lanka ।। 19th Match, ICC World Cup 2023🏏

in #cricketlast year

চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। শ্রীলংকা বনাম নেদারল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপের ১৯ তম ম্যাচ। দিন যত যাচ্ছে , ম্যাচ যত শেষ হচ্ছে, বিশ্বকাপ থেকে যে যে দল বাদ পড়বে তাদের পয়েন্ট টেবিল আরো স্পষ্ট হচ্ছে। বিশ্বকাপের উত্তেজনা দিন দিন আরো বেড়েই চলছে এবং কোন চার দল উঠবে সেমিফাইনালে, কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? সব জল্পনা কল্পনা দিন দিন আরো তীব্র হচ্ছে। আর এখন প্রায় সব দলেরই চারটা করে ম্যাচ খেলা শেষ হয়ে গেছে।

FB_IMG_1697982833181.jpg
Sri Lanka Cricket

আর গতকালকে অনুষ্ঠিত হলো শ্রীলংকা ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচ। একদিকে বিশ্বকাপ বিজয়ী দল শ্রীলংকা আর অন্য দিকে ক্রিকেটে মোটামুটি অনিয়মিত দল নেদারল্যান্ড। বিশ্বকাপ জয়ী শ্রীলংকা ও এশিয়া কাপে ফাইনাল খেলে আসা দল নিজেদের তিন ম্যাচের একটাতেও জয়ের দেখা না পেয়ে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে ছিলো টিম শ্রীলংকা। অপরদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট দুনিয়ায় মোটামুটি তাক লাগিয়ে দিয়েছে টিম নেদারল্যান্ড। তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আট নম্বরে ছিলো নেদারল্যান্ড।

গতকালকের ম্যাচের শ্রীলংকা দলের মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো: পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চমিকা করুণারত্নে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।

আর নেদারল্যান্ড দলের মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

গতকালকের ম্যাচ ছিলো শ্রীলংকার ঘুরে দাড়ানোর ম্যাচ। কারন তারা বিশ্বকাপের শুরুর প্রথম তিনটা ম্যাচই হেরে বসে আছে। শুরুতে নেদারল্যান্ড টসে জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতেই ২৬২ রানে তাদের সব উইকেট হারিয়ে ফেলে। ওয়ানডে ফরমেট হিসেবে তাদের রানের সংগ্রহ ছিলো মোটামুটি লড়াই করার মত। ইনিংসের প্রথম থেকে তারা ব্যাট হতে মাঠে টিকতে পারে নি যেভাবে উইকেট পড়তে ছিলো তারা ২০০+ রান করতেই পারবে না। ম্যাচে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে খুব একটা সুবিধা করলে পারে নি। তবে মিডল অর্ডার ও লও অর্ডার এর ব্যাটসম্যানরা খুব শক্ত হাতেই দলকে এগিয়ে নিয়ে গেছেন। ৮২ বলে ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং ৭৫ বলে ৫৯ রান করেন লোগান ভ্যান বেক।

FB_IMG_1697982980949.jpg
Sri Lanka Cricket

২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চার ওভার তিন বলেই প্রথম উইকেট হারায় লংকানরা। দলীয় ১৮ রানের সময় ৮ বলে ৫ রান করে আউট হয় আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০+ রান করা লংকান ওপেনার কুশল পেরেরা। ৫২ বলে ৫৪ রান করেন আরেক ওপেনার পথুম নিসাঙ্কা। ৬৬ বলে ৪৪ রান করেন চারিথ আসালাঙ্কা, ৩৭ বলে ৩০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ১০৭ বলে ৯১ রান করে অপরাজিত থেকে দলের জয় তুলে এনেছেন সাদিরা সামারাবিক্রমা। ইনিংসের ১০ বল হাতে থাকতেই নিজেদের জয় নিশ্চিত করে নেয় লংকানরা।

Sort:  

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 4500 upvotes.
Your next target is to reach 4750 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP