সাকিব আল হাসান বলেছিলেন, 'ব্যাটিংটা মনযোগ দিয়ে করলে মাশরাফি ভাই হতেন বিশ্বের সেরা অল-রাউন্ডার। ' সেই দিন এখন অতীত।
কিন্তু আজও যে ব্যাটিংটা ভুলেননি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে। যার ভয়ে বিশ্বের তামাম বোলারদের হাঁটু কাঁপে সেই ক্রিস গেইল পর্যন্ত দর্শক হয়ে গেলেন মাশরাফির ব্যাটিংয়ের!
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়া কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।
verey funny post vai.@masum652
খুব ভাল খবর ভায়।।@masum652
hmmm bhai
wow!
Let me post your post very well and post it better
its is possible marshafi bin martaza
this is my favorite player..
Gail is better than Masrafe
Mashrafe's boss will not run where it is, what is it?