দশক সেরার ক্যাপ পেলেন সাকিব

in #cricket4 years ago

image.png

রবিবার (১৭ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব এমনটি নিশ্চিত করেন। সেই স্মারক ক্যাপ পরে দেশসেরা ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, অবশেষে ক্যাপটি পেলাম। বহুল কাঙিক্ষত সেই ক্যাপ পড়ে ফেসবুকে ছবি দেয়ার পরপরই সমর্থকরা সাকিবকে শুভেচ্ছা জানাতে থাকেন।