সম্প্রতি কিছু মিডিয়ায় প্রকাশিত “ভারতের ২৪ টি পোর্ট খুলে দেওয়া হয়েছে” শিরোনাম ও সংবাদ নিয়ে সবাইকে কনফিউশনে পড়তে দেখলাম ।
যা বুঝলাম সেটা নিয়ে যত বেশি পোস্ট আর কমেন্ট করা হচ্ছে মানুষ আরো বেশি কনফিউশনে পড়তেছে, এক এর এক নতুন প্রশ্নের জন্ম নিচ্ছে!!!
যাইহোক আমাদের দেশের কিছু অতি উৎসাহী চাগু মিডিয়া বা সাংবাদিক তাদের নিজেদেরকে হাইলাইট বা ভিউ ভাড়ানোর জন্য এই কাজ করেছে।
হরিদাসপুর (বেনাপোল স্থলবন্দর), গেদে (দর্শনা রেলবন্দর) ও ২৪ টি বিমানবন্দর বাংলাদেশীদের জন্য ভারতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আপনার ভিসাতে যে পোর্ট দেওয়া থাকুক না কেন ভিসা প্রদর্শন সাপেক্ষে এইসব বন্দর দিয়ে যাওয়া আসা করতে পারবেন।
তবে শুধু যাদের পোর্ট (হরিদাসপুর/ বাই এয়ার বা হরিদাসপুর / বাই ট্রেন) আছে তারা ও শুধু উল্লেখিত ৩ পোর্ট দিয়ে যাওয়া আসা করতে পারবেন।
১। প্রশ্ন : আমার ভিসা ডাউকি, সিলেট/ সোনামসজিদ, রাজশাহী/ হিলি, দিনাজপুর/ বাংলাবান্দা, পঞ্চগড়/ বুড়িমারি, লালমনিরহাট/ আখাউড়া, বি বাড়িয়া দিয়ে আমি কি হরিদাসপুর/গেদে/ বিমানে যেতে পারব?
উত্তর: উপরে উল্লেখিত পোর্টের যে পোর্টে ভিসা থাকুক না কেন আপনি হরিদাসপুর/ গেদে/ বিমানে ও যেতে পারবেন। শুধু তাই নয় আপনি চাইলে ভিসাতে যে পোর্ট সেটা দিয়ে ঢুকে হরিদাসপুর/ গেদে/ বিমানে ফেরত আসতে পারবেন। আবার চাইলে তার বিপরীত ও করতে পারবেন।
২। প্রশ্ন: আমার ভিসার পোর্ট হরিদাসপুর, গেদে, হরিদাসপুর/ বাই এয়ার / বাই ট্রেন দেওয়া আছে। আমি কি ডাউকি বা বাংলাবান্ধা দিয়ে যেতে পারব?
উত্তর : না, আপনি শুধুমাত্র হরিদাসপুর/ গেদে বা বাই এয়ারে যেতে পারবেন। এর বাইরে অন্য কোন পোর্ট দিয়ে যেতে পারবেন না আবার আসতে ও পারবেন না।
৩। প্রশ্ন: আমার ভিসা ডাউকি বা চেংরাবান্ধা বা হরিদাসপুর দিয়ে আমি কি দর্শনা- গেদে পোর্ট দিয়ে ট্রেনে না গিয়ে হেটে যেতে পারব?
উত্তর: হা পারবেন।
৪। প্রশ্ন: আমার ভিসা বুড়িমারি দিয়ে
আমি কি শ্যামলীর ডাউকি সার্ভিস টা আগের মত নিতে পারব?
উত্তর: হুম, শ্যামলী এর অফারের সাথে পোর্ট নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কোন সম্পর্ক নাই। শ্যামলীর অফার চালু থাকলে নিতে পারবেন।
৫। প্রশ্ন: যেহেতু বুড়িমারি দিয়ে ভিসা নেওয়া সেক্ষেত্রে শ্যামলী এর ডাউকি দিয়ে কেমনে যাবেন?
উত্তর: শ্যামলীর ভিসাটা ওয়ানটাইম প্যাকেজ ও চুক্তিভিত্তিক ভিসা। এটা আপনি শ্যামলী বাসের তত্ত্ববধানে যাবেন, প্যাকেজ এর নির্দিষ্ট জায়গা ঘুরে তারাই আপনাকে নিয়ে আসবে।
৬। প্রশ্ন: ভাইয়া আমার রুট হরিদাস্পুর দিয়ে। আমি কি চাইলে এই ভিসা থাকা অবস্থায় অন্য কোন রুট দিয়ে ভিসা করাতে পারব?
উত্তর: না, ভিসা থাকা অবস্থায় পারবেন না। ভিসার মেয়াদ শেষ হলে পারবেন।
হ্যা তবে আপনি যদি অন্তত ভিসা নিয়ে অন্ততপক্ষে হরিদাসপুর দিয়ে যাওয়া আসা করেন সেক্ষেত্রে আপনি রুট পরিবর্তনের কারণ উল্লেখ করে ভিসা সেন্টারে রুট/পোর্ট পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। তারা কারণ বিবেচনা করে পোর্ট পরিবর্তনযোগ্য মনে হলে পোর্ট পরিবর্তন করে দিবে।
৭। প্রশ্ন : ভিসায় বাই রেল গেদে/ বাই এয়ার দেওয়া আছে, আমি কি চাইলে ডাউকি দিয়ে শিলং যেতে পারব?
উত্তর: না ভাই যাওয়া যাবে না। ডাউকি পোর্টে নিষেধাজ্ঞা আছে এখন ও। ডাউকি দিয়ে যেতে হলে ডাউকি এর ভিসা লাগবে। তবে আপনি বোনাস হিসেবে চাইলে হরিদাসপুর দিয়ে বাই বাসে কলকাতা যেতে পারবেন।
৮। প্রশ্ন: ভিসায় গেদে/এয়ার দেয়া থাকলে হরিদাসপুর দিয়ে কি যাওয়া এবং আসা যাবে?
উত্তর: হা পারবেন।
৯। প্রশ্ন: আমার ভিসা বাই রেল গেদে / হরিদাসপুর। আমি কি গেদে দিয়ে বাই রোড়ে যাওয়া আসা করতে পারব?
উত্তর : হা পারবেন।
১০। আমার ভিসা হরিদাস্পুর দিয়ে আমি কি চেংরাবান্ধা দিয়ে যেতে পারবো?
উত্তরঃ না পারবেন না। তবে বর্ডারে ৫০০ টাকা অতিরিক্ত দিলে যেতে দিচ্ছে। অনেকে রিফিউজও হচ্ছে। যেহেতু অফিসিয়াল কোনো নোটিস আসেনাই তাই না যাওয়াই ভালো। ওপেন হওয়ার কথা শুনা যাচ্ছে।
আশা করি ভারতের ভিসা ও পোর্ট নিয়ে বিসিএস পরীক্ষায় এর ছেয়ে কোন কঠিন প্রশ্ন আসবে না। তাই ভিসা আর পোর্টের জন্য অস্থির না হয়ে এবার ঘুমান। তারপর ও যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://travelersofbangladeshi.blogspot.com/