DeepOnion হলো একটি ক্রিপ্টোকারেন্সি। এটি তার লঞ্চের অনেক ক্ষুদ্র সময়ে বিশাল সফলতা অর্জন করেছে। এই বিশাল সফলতার গোড়ায় রয়েছে অভিজ্ঞ কিছু ব্লকচেইন (যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি গুলো কাজ করে) এক্সপার্ট এবং কৌশলী মার্কেটার।
এর মাধ্যমে এর মূল্য ০.১$ থেকে খুবই অল্প সময়ে ২৩$ মূল্য ছুয়েছে।
তো এই মার্কেটিং এর অন্যতম অংশ হচ্ছে একটা কমিউনিটি গঠন করা এবং তাদের মাঝে ফ্রিতে কিছু ওনিয়ন বিতরণ করা যা তাদের প্রচারণার একটি অংশ!
আপনি প্রায় ৫-১০০০টি পর্যন্ত অনিয়ন জিতে নিতে পারেন!
এটি নির্ভর করে কার ওয়ালেট এ কয়টি ডিপওনিয়ন আছে, যার যত বেশি আছে সে তত বেশি পাবে!
অদ্ভুত ঠেকছে না?
যার বেশি অলরেডি আছে তাকে আরো বেশি কেন দিবে?
ওতটাও অদ্ভুত নয়,এটাও মার্কেটিং।
আমার আগের পোস্টে আমি ডিপ অনিয়নে ইনভেস্ট নিয়ে বলেছিলাম।
সেটি দেখে নিন: কেন ডিপ অনিয়নে ইনভেস্ট করবেন।
ওখানে আমি বলেছিলাম এই ব্যাপারে,আবার একটু ছোট করে বলে দেই।
যারা যত বেশি ইনভেস্ট করে তাদের তত অনিয়ন থাকবে,তাই না? তো তাদেরকে তারা তত বেশি অনিয়ন রিওয়ার্ড করবে।
ব্যাপারটা এতটাই সাধারণ।
তবে শর্ত আছে।
জানেননিতো মানুষ শর্ত সাপেক্ষ ছাড়া কোনো লেনদেন করে না!
এই এয়ারড্রেপে অংশগ্রহণ করতে পারনার যা লাগবে:
১) একটি Bitcointalk আইডি যেটা এটলিস্ট জুনিয়র র্যানক পেয়েছে (নুবি/নিও মেম্বার হবে না)
২) একটি ডেস্কটপ যেখানে ডিপওনিয়ন ওয়ালেট ইন্সটল করা!
৩) ওয়ালেটে এটলিস্ট অনিয়ন লোড করা (আপনি নতুন হলে জিনিসটা একটু কঠিন হয়ে যায় কারণ একটি অনিয়নের বর্তমান মূল্য ১০০০টাকা, কিন্তু সেটিও পোষাই যাবে এই মাসের মধ্য এর মূল্য দ্বিগুণ হয়ে যাবে,সাথে প্রতি সপ্তায় কিছু ফ্রি অনিয়ন তো আছেই )
৪) Bitcointalk এবং কমিউনিটি তে একটিভ থাকা।
তারপর এইখানে গিয়ে ফর্ম সাবমিট করে নিন।
হয়ে গেলেন আপনিও একজন এয়ারড্রপ পার্টসিপেন্ট।
সময়সীমিত! আর মাত্র ৩মাস বাকি!
শুভকামনা!