একা কিত্তের কি যে যন্তনা
তুমি তো কখন বুঝবে না
রিদয় ভাঙার কি যে বেদনা
আমি ছারা কেউ তো জানে না ।।
কি ভাবে যে বেঁচে আছি
এক বার খোজ নিলে নে
মনের আকশে মেঘ জমেছে
চারিদিকে লেগেছে প্রহর
সোনালী দিন হয়েছে বিলীন
দুচোখে সৃতির দহন
কোথায় আছি কেমন আছি
একবার ও কি মনে পড়ে না
দিনের শেষে রাত্রি আসে
ঘুম নেই চোখের পাতায়
চাওয়া পাওয়া নিরবে কাঁদে
…………………………?
Sort: Trending