ভিয়েতনাম দেশে যাওয়ার আগে দালাল হতে সাবধান থাকুন || দালালচক্র হতে সাবধান

in #dalal6 years ago

ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা ভিয়েতনাম দেশ এ যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আগে ভিয়েতনাম দেশ সম্পর্কে জানুন। সেখানে গেলে আপনি কি কর্ম-সংস্থান পাবেন? আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে? আগে বিস্তারিত জেনে নিবেন! যারা দালাল তাদের থেকে সাবধান থাকবেন। যদি একান্তই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজস্ব লোক মারফত যাবেন না হয় আপনাকে অনেক কষ্ট করতে হবে যার সীমা থাকবেনা। আমি আবারো বলছি দালাল হতে সাবধান। দালাল আপনাকে নিয়ে যাবে ওইখানে কিছুদিন রাখবেন তারপর দালাল উধাও হয়ে যাবে। তাকে খুঁজে পাবেন না তখন আপনি দেশে আসার জন্য অনেক কান্নাকাটি করবেন। আসতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে। কষ্ট করার আগেই সব কিছু জেনে শুনে ভিয়েতনাম দেশে যান। যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কে ভালোভাবে চিনে রাখুন। তারা কিছু লোক নিয়েছিল ভিয়েতনাম দেশে। বাকিটা বলতে পারি না কি হয়েছে কিন্তু তাদের থেকে একজন লোক দেশে ফিরে এসেছে। তাদের থেকে সবাই সাবধান থাকবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে