কাবুলে গুলিতে দুই নারী বিচারপতি নিহত

in #dead4 years ago

image.png

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। দেশটিতে একের পর এক ঘটে চলা হত্যাকাণ্ডের মধ্যে এটিই সর্বশেষ। খবর এএফপির।

পুলিশ বলেছে, কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।