বিবাহ এবং রিজিক কি লাওহে মাহফুযে লিপিবদ্ধ আছে???

in #depend6 years ago

আল্লাহতালা যেদিন কলম সৃষ্টি করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি হবে,সব লাওহে মাহফুযে লিপিবদ্ধ আছে.আল্লাহতালা কলম সৃষ্টি করে বললেন লিখ,কলম বলল হে আমার প্রতিপালক আমি কি লিখবো.আল্লাহতালা বলেন কেয়ামত পর্যন্ত যাএবং কিছু হবে সব লিখে ফেলো.শেষ সময় কেয়ামত পর্যন্ত যা কিছু পৃথিবীর বুকে সংঘটিত হবে কলম সবই লিখে ফেলল.মাতৃগর্ভে বয়স চার মাস হওয়ার পরে আল্লাহ তালায় একজনফেরেশতা প্রেরণ করেন.ফেরেশতারা তার মধ্যে রূহ ফুঁকে দেয় লিখে দেন তার রিজিক বয়স এবং কাজসে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে.বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিল এবং পরকালের জন্য আমল করলঅক্ষম ও নির্ভর সেই ব্যক্তি যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করল এবং আল্লাহর উপর ভরসা করে বসে থাকল.রেটিং কিভাবে লিপিবদ্ধ আছে বিবাহ করাও নির্ধারণ আছেএ পৃথিবীতে কে কার স্বামী বা স্ত্রী হবে কে তাও নির্দিষ্ট রয়েছে আসমান জমিনে কোন কিছুই আল্লাহর গোপন নয়.

Sort:  

আল্লাহ বলেনঃ

)هُوَ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ(

“তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তাতে বিচরণ কর এবং তার দেয়া রিজিক আহার কর। তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে।” (সূরা মুলকঃ ১৫) রিজিক পাওয়ার এবং তা বৃদ্ধি হওয়ার অন্যতম মাধ্যম হল, পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।

 6 years ago  Reveal Comment