আবুধাবিতে চলছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে খেলা বাংলা টাইগার্স দলে দেশের কোনো ক্রিকেটার নেই। তবে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশের মধ্যে দলকে নিয়ে আছে রোমাঞ্চ। দলটিতে দেশের কোনো ক্রিকেটার নেই। দেশে নেই কোনো তেমন প্রচারণা। নামটাই শুধু বাংলা টাইগার্স। নামের কারণেই চট্টগ্রামের দলটিকে নিজেদের মনে করছেন আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। আর আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ইতিমধ্যে দলটি ঝড় তুলেছে বলাই যায়।
Shared On DLIKE