বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকালে অবস্থান ধর্মঘট পালন করেছে বাসাইল উপজেলা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির উপজেলা সভাপতি এনামুল করিম অটলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, আবুল কালাম আজাদ পিন্টু, যবদলের আহবায়ক সাহানুর রহমান জুয়েল, পৌর যবদলের আহবায়ক বাবুল আহমেদসহ উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান ধর্মঘটে অংশ নেয়।
টাঙ্গাইলটাইমস