সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইরান ও রাশিয়ার সহযোগিতায় তার দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। একইসঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানেরও চেষ্টা চালানো হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সিরিয়া সফররত ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে দামেস্কে এক বৈঠকে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ।
বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যে সন্ত্রাসবিরোধী যুদ্ধসহ নানা ইস্যুতে কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন আসাদ ও জাবেরি আনসারি।
রাশিয়ার সোচি শহরে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যে সোমবার থেকে যে সম্মেলন শুরু হতে যাচ্ছে সে সম্পর্কেও তারা মতবিনিময় করেন।
রাশিয়া গত বৃহস্পতিবার ঘোষণা করে, আসন্ন এ সম্মেলনে প্রায় ১,৬০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
বৈঠকে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা বুসিনা শাবান উপস্থিত ছিলেন।
সিরিয়ার সেনাবাহিনী দেশটিতে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে প্রত্যক্ষ সহযোগিতা করছে রাশিয়া।
সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এদিকে, ইরান এ যুদ্ধে সিরিয়াকে সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।
সূত্র: পার্স টুডে
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসআই)
খুব আকর্ষণীয় তথ্য suriah সম্পর্কে
terima kasih
sob moruk! shudhu amrai beche thaki!
Sathe Apnio moren.
This post has received a 1.95 % upvote from @boomerang thanks to: @kdjakirtgl
Thank you kdjakirtgl for making a transfer to me for an upvote of 1.13% on this post!
funds growth projects for Steem like our top 25 posts on Steem!Half of your bid goes to @budgets which
The other half helps holders of Steem power earn about 60% APR on a delegation to me!
For help, will you please visit https://jerrybanfield.com/contact/ because I check my discord server daily?
To learn more about Steem, will you please use http://steem.guide/ because this URL forwards to my most recently updated complete Steem tutorial?