শিক্ষক না ডাক্তার কে বড় ? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে, ডাক্তার বড় । ভাবুন তো একটি দেশ বিনির্মাণে কার অবদান বেশী? শিক্ষক না ডাক্তার? যদি আপনি ভেবে বলেন তা হলে তো অবশ্যই বলবেন শিক্ষকের কথা । কারণ তারাই একটি দেশ ও জাতিকে তৈরি করেন। আর একটি জাতির নাগরিক কে সুস্থতায় রাখা হলো ডাক্তারের কাজ।