স্বপ্ন যদি সত্যি হতো.....

in #dream2 years ago

স্বপ্ন যদি সত্যি হতো..

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা পোষ্ট শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে৷ চলুন শুরু করি-


dream-catcher-902508__480.webp

ছবির উৎস


আমরা সবাই স্বপ্ন দেখতে খুব ভালোবাসি৷ কিন্তু কই জনের স্বপ্ন বাস্তব হয় সেটা বলা মুসকিল। কারণ আমরা বেশির ভাগ স্বপ্নগুলোই ঘুমিয়ে দেখে থাকি। ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলো যদি সত্যি হতো তাহলে হয়ত আমাদের কারুর মাঝে কোনো হতাশা, ক্ষোভ, দুঃখ, কষ্ট থাকত না। আমার নিজেরই মাঝে মাঝে মনে হয়৷ যে স্বপ্নটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, সেটা যদি আমি বাস্তবে করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে ঘুমিয়ে স্বপ্ন দেখা উচিত নয়৷ বরং স্বপ্নটাকে বাস্তব করার জন্য ঘুমটাকে হারাম করা উচিত৷ তাহলেই জীবনের সফলতার চূড়াই পৌঁছানো যাবে।

তবে আমরা মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখি যেটা আসলে পূরণ হবার নয়৷ সেজন্য যে স্বপ্নটা আমরা পূরণ করতে পারব তার পিছনে ছুটা উচিত,, যেটা পারব না সেটার পিছনে ছুটে সময়টা নষ্ট করার কোনো দরকার নাই,,এটা আমি মনে করি। পরিশ্রম কখনও বৃথা যায় না। সফলতার জন্য পরিশ্রম করলে অবশ্যই আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারব। আমাদের উচিত স্বপ্নটাকে সামনে রেখে আগামি দিনগুলোর পথ চলা ঠিক করা৷ তাহলেই সফলতা পেতে পারি।

আশা করি আমার আজকের লেখাটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।