সেরা করদাতা মনোনীত হলেন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী

in #drug6 years ago

মাদক নির্মূলে যেখানে সারা দেশে তোলপাড়সহ নতুন আইনও পাশ হলো, ঠিক সে সময় পর পর তিনবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন হাজী সাইফুল করিম।

মিয়ানমার থেকে বাংলাদেশে “ইয়াবা আনার” সবচেয়ে বড় ব্যবসায়ী এই সাইফুল করিম ও তার পরিবার। তার আরেক ভাই তালিকাভুক্ত “ইয়াবা ব্যবসায়ী” মাহাবুবুল করিমও সেরা তরুণ করদাতা পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

tax-1.JPG

টেকনাফের আরেক “ইয়াবা গডফাদার” কামরুল হাসান রাশেলের পিতা হায়দার আলীও সেরা দীর্ঘ মেয়াদি করদাতার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন।

ইয়াবা ব্যবসা করে অবৈধ শত কোটি টাকার মালিক সাইফুল করিম সেরা করদাতা হওয়া সমাজের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সচেতন মহল।

২০১৭-২০১৮ অর্থ বছরে টেকনাফ থেকে সেরা করদাতা পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন উল্লিখিত তিনজন।
মিয়ানমার থেকে বাংলাদেশে যেসব ব্যক্তি ইয়াবা নিয়ে আসে তাদের সবার শীর্ষে আছেন টেকনাফের শীলবনিয়া পাড়ার হাজী সাইফুল করিম। সাইফুল করিমের আরো ৪ ভাইয়ের নাম আছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ইয়াবা ব্যাবসায়ীদের তালিকায়।
গত মাসে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন সাইফুর করিমের বড় ভাই রেজাউল করিম মুন্না। বলতে গেলে সাইফুল করিমের পরিবারই দেশে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে।

যে ব্যাক্তি ও পরিবারের হাতে দেশ ধ্বংস হচ্ছে। যাদের দ্বারা ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ। সেই ব্যাক্তিরাই মনোনীত হয়েছেন সেরা করদাতা পুরস্কারের জন্য।

চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর সার্কেল ৮৭ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার রাজিব রানা মল্লিক জানিয়েছেন, কর সার্কেল ৮৭ এর ২০১৭-২০১৮ অর্থ বছরের ব্যাক্তি পর্যায়ে সবচেয়ে বেশি কর দিয়েছেন শিলবনিয়া পাড়ার হানিফ ডাক্তারের পুত্র হাজী সাইফুল করিম। এন এইট ইন্টান্যাশনাল, একে ইন্টারন্যাশনাল ও এম এম ইন্টারন্যাশনাল নামের তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হিসেবেই তিনি এই কর দিয়েছেন।

অপরদিকে, সাইফুল করিমের ভাই মাহবুবুল করিম একই অর্থ বছরে যুবকদের মধ্যে সবচেয়ে বেশি কর দিয়েছেন। তাই নিয়ম অনুসারে তাদের দুইজনের নাম পুরষ্কারের জন্য মনোনীত করে যাচাই-বাছাইয়ের জন্য চট্টগ্রাম আঞ্চলিক কর অঞ্চলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ খোকা জানিয়েছেন, দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা সেরা করদাতার পুরস্কার পাওয়ার ঘটনা দুঃখজনক। সাইফুল করিমরা অবৈধভাবে টাকার পাহাড় গড়ে সেরা করদাতা হবে। এই অবৈধ ইয়াবা ব্যবসায়ীদের জন্য গত কয়েক বছর বৈধ ব্যবসায়ীরা পুরষ্কারের প্রতিযোগিতায় টিকতে পারছে না। সেরা করদাতার তালিকা থেকে সাইফুল করিম ও তার ভাই মাহাবুবুল করিমের নাম বাদ দিয়ে সৎ ব্যবসায়ীকে পুরষ্কৃত করার দাবি জানান তিনি।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন জানিয়েছেন, সাইফুল করিম ও মাহাবুবুল করিম দুজনই শীর্ষ ইয়াবা ব্যাবসায়ী। কর অধিদপ্তর থেকে পুলিশের ২০১৭-২০১৮ অর্থ বছরের সের করদাতা পুরষ্কারের তালিকা পুলিশ যাচাই-বাছাই করেছে। যাচাই-বাছাই শেষে পুলিশ ওই ব্যক্তিদের মামলা ও ইয়াবা ব্যবসার সকল তথ্য সংযোজন করে পাঠিয়ে দিয়েছে।
তথ্যসূত্র : শেয়ারনিউজ; ০৫ নভেম্বর ২০১৮
-----------------------------------০০০----------------------------