এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত এসএসসি এর ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হবে। সারাদেশে একযুগে রেজাল্ট প্রকাশ করা হবে। ৬ মে সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কাছে অণুলিপি পেশ করা হবে এবং খুব সম্ভবত ১২ টা থেকেই অনলাইন থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে। সকাল ১০ টার সংবাদেই পাশের হার, অকৃতকার্যের হার, এবং এ+ এর সংখ্যা জানা যাবে। শিক্ষামন্ত্রী মনে করেন অন্যান্য বারের তুলনায় এবার পাশের হার বেশি থাকবে এমনকি এ+ এর হার বাড়ার সম্ভাবনাও বেশি।
যেভাবে রেজাল্ট জানবেনঃ সরকারি ওয়েবসাইটে দুপুর বারটা থেকেই রেজাল্ট প্রকাশ করার কথা। তাই সরকারি ওয়েব সাইটে গিয়ে রেজাল্ট জানতে পারেন। সেই সময় সবাই ওয়েবসাইটে ঢুকবে এবং রেজাল্ট জানতে চেষ্টা করবে তাই ওয়েবসাইটে ঢুকতে সমস্যার সম্মুখীণ হতে পারেন। এই সমস্যাটি এড়িয়ে চলতে নিজ নিজ বিভাগীয় ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারেন। কারণ একই সাথে নিজ বিভাগীয় ওয়েবসাইটেও রেজাল্ট প্রকাশ করা হবে। তাছাড়া মোবাইলের এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।
Thanks 1
Thanks 2
Thanks three
Thanks four
Thanks five
very nice story.
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:
Remove me from your blacklist.