The election of bangladesh

in #election6 years ago

image
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সেই ভোটাররা, যারা কর্মসূত্রে সিলেট নগরীতে থাকলেও স্থায়ী ঠিকানা দেশের অন্য কোনো জেলায়।

এ কারণে বিভিন্ন আঞ্চলিক সমিতিতে গিয়ে সেইসব ভোটারের ভোট টানার চেষ্টা করছেন মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিলেট সিটির মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে প্রায় অর্ধেকের স্থায়ী ঠিকানা সিলেটের বাইরে।

এদের অনেকেই সিলেটে বিভিন্ন আঞ্চলিক সমিতির সঙ্গে যুক্ত। আর আঞ্চলিক সমিতিগুলো সদস্যদের মতামত গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে মনে করে এ দিকটায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, “বিগত নির্বাচনগুলোতেও প্রার্থীদের জয়-পরাজয়ে সিলেটে বাইরের জেলা থেকে আসা ভোটারদের বড় ভূমিকা ছিল।”

সিলেটে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি ইরফানুজ্জামান চৌধুরীও এ বিষয়ে একমত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিলেটের বাইরে থেকে আসা এই ভোটারদের সংগঠনের সঙ্গে দুই প্রধান প্রার্থীরই আলাদা যোগাযোগ আছে। এসব ভোট যিনি বেশি টানতে পারবেন, তার পাল্লা স্বাভাবিকভাবেই ভারী হবে।”

সিলেট নগরীতে ছোট-বড় মিলে ৩০টির বেশি আঞ্চলিক সমিতি সক্রিয়। এর মধ্যে চারটির সদস্য সংখ্যা সোয়া লাখের বেশি।

এর মধ্যে বৃহত্তর ময়মনসিংহের প্রায় ৬৫ হাজার, বৃহত্তর রংপুর অঞ্চলের ৩৫ হাজার, বৃহত্তর কুমিল্লার ১৫ হাজার, বৃহত্তর খুলনার ১০ হাজার মানুষ এসব সমিতিতে যুক্ত বলে সংগঠনের নেতাদের ভাষ্য।

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1523202.bdnews

hmmmm vaai assley bangladeser political ni ki r bolba ....ataa sampurr aakta osussta rajniottty