অর্থাৎ পায়খানা-পেশাব করার সময় নিম্নের কাজগুলি করা নিষেধ (করিবেন না)।
১। কেবলামুখী বা কেবলা পেছন দিয়া বসা।
২। রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব-পায়খানা করা।
৩। কোন গর্তের ভিতর পেশাব-পায়খানা করা বা চন্দ্র-সূর্য বরাবরে বসা।
৪। পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা। লজ্জাস্থানের দিকে দেখিয়া থাকা।
৫। হাড় বা কয়লা দিয়া ঢিলা লওয়া।
৬। দাঁড়ায়া বা হাঁটিয়া পেশাব করা।
৭। বিনা ওজরে পানিতে পেশাব করা।
৮। গোসলখানায় পায়খানা-পেশাব করা।
৯। পায়খানায় প্রবেশের পূর্বে দু’আ পাঠ করিয়া বাম পা দিয়া প্রবেশ করিবে এবং বাহির হবার সময় ডান পা বাহিরে দিয়া দু’আ পাঠ করিয়া বাহির হবে।
This the Clean of life and body.