আমি ছোট্রবেলা খেলতাম ডিমকুসুম, গোল্লার ছোট, রুটি বলানতিস। আরো অনেক খেলা।
ডিমকুসুম খেলাঃsource
এটি এখন দেখাই যায় না শহরে। সবাই তো মোবাইল গেইমে ব্যাস্ত। এই খেলাটি হচ্ছে একটা চারা লাগে এবং একটু দূরে ছোট্র বৃক্ত আর্ট করে আবার তার উপর বড় বৃক্ত আর্ট করে মাটিতে। তার পর চারাটি ঐ ছোট্র বৃক্তে ফেলতে হবে। আর এই খেলাটিতে দুটি দল থাকে। তার পর ঐ কুসুম থেকে চারাটি চুরি করে আবার আগের স্থানে আসতে হবে। মানে যেখান থেবে চারাটি মারছিলো কুসুমের মধ্য। চারাটি চুরি করার জন্য ছি দেওয়া হয়। একদুমে যতদূর ধাওয়াতে পারে। তার পর চারাটি নিয়ে যায় ঐ দলের অন্য কোনো সদস্য।
source
আবার গোল্লার ছোট এটিও দুটি গ্রুপে ভাগ থাকে হাতে হাত রেখ ঘুরবে বিপক্ষের দলের যাকে ছুইতে পারবে সে শেষ।
রুটি বলানতিস
মানেই যে খেলায় চুর হবে তাকে ইচ্ছামত মারা। সে একটা বড় বৃক্তের মধ্যে থাকবে আর সবাই তাকে মারার চেষ্টা করবে। আর সে যতি বৃক্তের মধ্য ধরে রাখতে পারে তবে সে চুর হবে। তবে যে চুর হবে তার দায়িত্ব একজনকে ঘরের মধ্য আনা আবার যকন ঘরের মধ্য দুজন হবে তখন আরেকজন আনা এভাবে সবাইকে আনতে পারলেই। শেষ হবে চুরের খাটা।
আমি আমার শৈশবকে বেশ মিস করি! শত চেষ্টায় তো আর শৈশবে যাওয়া সম্ভব না তবুও মনে পরে.....source বন্ধুরা মিলে দৈড়াদৈড়ি লাফা লাফি কত কি না করতাম!
This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @bangladesh71.
You got a 7.54% upvote from @dailyupvotes courtesy of @bangladesh71!
This post has received a $100.00 % upvote from @siditech thanks to: @bangladesh71.
Here's a banana!
This post has received a 48.31% upvote from @msp-bidbot thanks to: @bangladesh71. Delegate SP to this public bot and get paid daily: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP Don't delegate so much that you have less than 50SP left on your account.
Great post! You've earned a 100.00% upvote from @dolphinbot
Join the DolphinBot Team for Daily Payouts in Steem! Click here: http://bit.ly/dolphinbot
You just got upvoted by 63.0% upvote from @getkarma courtesy of @bangladesh71
This post has received a 100.00% upvote from @aksdwi thanks to: @bangladesh71.
They have enlisted the help of the @alliedforces!
We gladly answer your call!
(@alliedforces is a collaboration of witnesses @jatinhota & @enginewitty)
Have you supported your favorite witnesses?