A few days ago Google Photos saved our pictures taken on Android?

in #esteem7 years ago

তাতে কিছু ভাই বোন খুবই অসন্তুষ্ট হলেন।
তারা বললেন, যে গুগল নাকি অনুমতি না নিয়ে করেনা।
হেহে
ব্রাদার এন্ড সিসটারস, এই অনুমতির কোন ভ্যালূ নাই। এনড্রয়েড চালাতে হলে এসব অনুমতি না দিয়ে চালানো যায় না। এটা অনুমতি হলেও জোর করেই নেয়া হচ্ছে। কারণ এনড্রয়েড তো চালাতে হবে।
অনেকেই বললেন, গুগল খুবই নির্ভরযোগ্য, কখনই এইসব ছবি হ্যাক হবেনা।
রিয়েলী?
image

তাকান তো, গুগলের বন্ধু ফেইসবুকের দিকে তাকান। জাকারবার্গ পারলো আপনার প্রাইভেসী সম্মান করতে?
সব ডাটাতো চুরি হয়ে গেল।
এখন জাকার বার্গ সরি বলে। ক্ষমা চায়। বলে, বিশ্বাসভঙ্গের ব্যাপার নাকি ঘটেছে।
কত্ত সিকিউরিটি ছিল.... কিন্তু পারলোনা।
এখন বলে এটা নাকী লীগালও ছিল। কে যাবে, তাদের টার্মস এন্ড কন্ডিশনস পড়ে বুঝতে, যে এটা লীগাল ছিল নাকি ইল্লীগাল ছিল।
এরকম হয়তো একদিন গুগলেও বিশ্বাসভঙ্গের ব্যাপার ঘটবে। তারপর গুগল ক্ষমা চে বলবে: ' যদিও ডাটা চুরি হইছে, আমরা সরি। কিন্তু যেহেতু আপনারা টার্মস এন্ড কন্ডিশনসে ক্লিক করছিলেন, তাই পারসোনাল ডাটা চুরি আইনগতভাবে লীগাল ছিল।'
তাই সাবধান।
এনড্রয়েডের ছবি যদি গুগল ফটোস আপলোড করে, তাহলে কোন প্রাইভেট ছবি তুলবেন না।
গুগল ভাল, ফেবুও ভাল : আমাদের অনেক সুবিধা দেয়। কিন্তু আমাদের ইনফরমেশন কোম্পানীগুলোর কাছে বিক্রি করে তারা বিলিয়ন ডলার ইনকামও করে। তাইনা?
যে কারণ আপনি কিছু একটা গুগলে সার্চ দিলে ঠিক ওইজাতীয় জিনিসের বিজ্ঞাপন ফেবুতে দেখেন, বা সব ওয়েবসাইটেই দেখেন।
সমাধান: প্রাইভেট-পারিবারিক ছবি তুলার বা ভিডিও করার ইচ্ছা থাকলে সেই পুরাতন ডিজিটাল ক্যামেরাই ভাল। এট লীস্ট প্রাইভেসী মেইন্টেইন করতে পারলেন।
অথবা এমন ডিভাইস , যাতে কোন ইন্টারনেট কানেকশন নাই।
স্পেশালী যেসব সিস্টার রা পর্দা করেন, তাদের উচিত এটা খেয়াল রাখা। এমন কোন ছবি তুলবেন না, যেটা বাহিরে প্রকাশ করতে চান না।

Sort:  

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!