মা শ্রীদেবীকে নিয়ে আবেগঘন নোট জাহ্নবীর

in #esteem7 years ago

image

বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তার অভিনীত সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অকালে মৃত্যুবরণ করলেন বলিউডের সুপারস্টার নায়িকা শ্রীদেবী। আগামী ৭ মার্চ জাহ্নবীর জন্মদিন। এবারই প্রথম মাকে ছাড়া জন্মদিন পালন করতে হবে তাকে। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। গত কয়েকটা দিন ঘোরের মধ্যে কেটেছে তার। এতদিন পর মাকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী।

দুবাইতে মায়ের মৃত্যুর সময়ে তিনি সঙ্গে ছিলেন না। মুম্বাই ফেরার পর মায়ের স্পন্দনহীন দেহ দেখতে হয়েছে জাহ্নবীকে। তার কাছে মা ছিলেন সব কিছু। শ্রীদেবীর এভাবে চলে যাওয়া শূন্য করে দিয়েছে জাহ্নবীর জীবন। মাকে স্মরণ করে ৩ মার্চ, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন নোট লিখেছেন উঠতি এ নায়িকা।

‘একটা শূণ্যতা আমার মধ্যে বাস করছে। তীব্র শূন্যতা নিয়েই আমাকে বেঁচে থাকা শিখতে হবে। হারানোর মধ্যেও আমি তোমার ভালোবাসা অনুভব করতে পারছি। সব দুঃখ, যন্ত্রণা থেকে তুমিই আড়াল করেছ এতদিন, সেটা বুঝতে পারছি। চোখ বন্ধ করলেই ভালো মুহূর্তগুলো এসে ভিড় করছে। আমাদের জীবনে তুমি ছিলে আশীর্বাদের মতো’, লিখেন জাহ্নবী।

গত কয়েকদিন পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্রীদেবীর আত্মার শান্তি কামনায় সকলকে প্রার্থনা করার অনুরোধও করেছেন জাহ্নবী। নোটে উঠে এসেছে বাবা বনি কাপুরের প্রসঙ্গও। জাহ্নবী লিখেন, তিনি ও তার ছোট বোন খুশি মা হারিয়েছেন। কিন্তু বাবা হারিয়েছেন ‘জান’কে। মায়ের জীবনের বৃহত্তম অংশ ছিল বাবার সঙ্গে তার ভালোবাসা। সেই ভালোবাসার সমতুল্য পৃথিবীতে কিছু নেই।

কাপুর পরিবারে শ্রীদেবীর ভূমিকা মা এবং স্ত্রীর থেকেও বেশি ছিল। তার মৃত্যুর পরেও প্রতিদিন সকালে একই অনুভূতি নিয়ে জেগে উঠবেন, জানান শ্রীদেবী কন্যা। কারণ মা রয়েছেন, আর তাকে অনুভব করতে পারছেন জাহ্নবী।

‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে শিগগিরই বড় পর্দায় পা রাখতে চলেছেন জাহ্নবী। কিশোরী মেয়ের নায়িকা হয়ে ওঠা নিয়ে তার মা প্রচুর স্বপ্ন দেখেছিলেন। জাহ্নবী লিখেন, শুধু চেয়েছিলেন মাকে গর্বিত করতে। মেয়ে যেমন তার মাকে নিয়ে গর্বিত, মাও যেন একদিন মেয়েকে নিয়ে গর্ববোধ করতে পারেন। সেই স্বপ্ন দেখেছিলেন শ্রীদেবী।