বৈশাখের ফ্যাশন

in #esteem7 years ago

বৈশাখের ফ্যাশন নিয়ে হিড়িক লেগেছে পুরো দেশজুড়ে। এখন আর লাল-সাদায় সীমাবদ্ধ নেই বৈশাখ। আবার নতুন বছর বরণে যে শুধু শাড়িই পরতে হবে এই চিন্তাধারাও বদলে গেছে। সময় ও যুগের সঙ্গে বর্ষবরণের ফ্যাশনেও এসেছে পরিবর্তন। জুতো থেকে শুরু করে সবকিছুতেই। কথায় আছে, পোশাকে ফোটে ব্যক্তিত্ব, আর জুতা-ব্যাগে আভিজাত্য।

এই ফ্যাশনের দৌঁড়ে পিছিয়ে নেই জুতো স্যান্ডেলের বিভিন্ন কোম্পানিগুলো। ক্রেতা চাহিদা অর্থাৎ মূল্য এবং ডিজাইনের ওপর ভিত্তি করে তারা এনেছে তাদের সব কালেকশন এবং অফার।
image

Sort:  

বৈশাখ বাংলাদেশের অন্যতম একটি বিশেষ দিন। আমরা বাঙালীরা অনেক আনন্দের মধ্যে দিনটি উতদাপন করি।