জানালার পাশে দাড়িয়ে পরী,
কি জানি রে ভাবে,
আকাশ চোখে কান্না ঝরে,
আর পরী আমার কাঁপে।
ও পরী তুই চাস গো যদি,
আকাশ হয়ে কাঁদবো,
হলদে পাখি হয়ে পাশে,
পরী পরী ডাকবো।
ও পরী তোর হাসির লাগি,
হব দূর আকাশের মেঘ,
রাজহাঁস হয়ে থাকবো পাশে,
একটু জানালা খুলে দেখ,
ও পরী শুধু তোরি জন্যে,
হব হলদে ফুলের ঝিল,
তুই কি জানিস তোর সাথে মোর,
স্বপ্ন পরীর কত মিল?!
Sort: Trending