What if someone
looks like an ugly and ugly face,
even after wearing a thousand costumes
?
As far as the degree is concerned, he lays his
higher education, making the
body uncompromising
.
Everything is stressing on the
creation of the hand, the
drag and tune not bring it to the
evening, it is the dawn.
If you want to
grow taller, if
you want to do it yourself, tell how it is possible
.
If you want to get rid of kumbha kissing
,
you can make her
body straight,
If the mother keeps the daughter's
name Padma-lachana,
she will see that the
world is in the eye of the sun?
হয়ে যদি কেউ অসুন্দর আর
কুৎসিত চেহারার,
হাজার দামী পোষাক পরেও
মানায় কি আর তার ?
যতই থাকুক ডিগ্রীতেই তার
উচ্চ শিক্ষায় ধার,
শরীরের সেই বে-মানানটাই
করে দেয় ছারখার।
সব কিছুতেই জোর চলেনা
সৃষ্টির উপরে হাত,
টেনে-টুনেও যায় না আনা
সন্ধ্যাকেই প্রভাত।
বেঁটেই যদি ইচ্ছা করেই
লম্বা হতে চায় নিজে,
কি করে তা সম্ভবই হয়
বলুন শুনি চোখ বুজে।
কুঁজোয় যদি সখ মেটাতে
চিৎ হয়ে চায় সুইতে,
কখনো কি পারবে সে তার
শরীর সোজা করতে ?
কানা মেয়ের রাখলে বাবায়
পদ্ম-লোচন নাম,
তাতে সে কি দেখবে চোখে
বিশ্ব এ ধরাধাম ?