oven baked pasta

in #esteem7 years ago

"খালি পেটে যাবেন"
"অল্প খেয়ে যাবেন"
"একজনকে সাথে নিয়ে যাবেন"

এই ধরনের কথাগুলো যেই আইটেম এর সাথে যায়,
তা হচ্ছে "পাস্তা!"

দরবার এর পাস্তা! 😄

স্বাদ-বর্ণনায়
আইটেম -পাস্তা (Oven baked )
দাম- ২৫০/= (+১৫% ভ্যাট)
স্থান - CAFE Darbar (লোকেশন দেখতে পেজ এ যান)

গ্রুপে প্রচুর রিভিউ আছে। তারপরেও এই জিনিসের ব্যাপারে শেয়ার না করলে কেমন যেন খুচখুচ করতেছে মনের ভিতর -_-


সকালের প্রথম কাস্টমার ছিলাম আমরা।
ব্লেন্ডারে তখন শোঁ শোঁ শব্দে ঘুরছিল ওয়েলকাম ড্রিংক্স। ১০ মিনিটের মধ্যেই লিলিপুট গ্লাসে করে হাজির হলো সে। চুমুক দিতেই পুদিনা পাতার স্বাদ ছড়িয়ে গেল সারা মুখে। কানে তখন সুমধুর কন্ঠে কুরআন তেলাওয়াত বাজছে...

১৫-২০ মিনিটের মধ্যেই Oven baked (চিকেন) পাস্তা হাজির। আটঘাট বেঁধে নামলাম চিজ টানা ছবি তুলবো বলে। কিন্তু অতিরিক্ত ক্ষুধার দরুন একটু চিজ মুখে পুরেই বুঝলাম ছবি তোলার সময় নেই। কোনরকম একটা ক্লিক করেই হামলে পড়লাম "চিজ ভক্ষণ যুদ্ধে!"

সস দুইটার মধ্যে গার্লিক মায়ো টা খুব একটা ভালো লাগে নাই! তারপরেও পাস্তার স্বাদের কাছে এইগুলা কিছুই না! সব মাখামাখি করে খেয়ে নিছি।

সব খাবারের রেটিং দেয়া লাগে না। আমার বর্ণনাই রেটিং। ২৮৮ টাকা প্রত্যক্ষভাবে একটু বেশি লাগলেও প্রিয়জনের সাথে তৃপ্তি এবং হাসিমুখ নিয়ে বের হওয়ার সময় এইটা আর বেশি লাগবেনা 😶

পুরু দুইটা লেয়ারের চিজ আর চিকেনে ভরপুর এই পাস্তা একজনের খাওয়া একটু কষ্টকর।

সুতরাং লেখার প্রথম লাইনগুলো আবারো শুধুমাত্র "পাস্তা ফ্রম ক্যাফে দরবার" এর জন্য! image image

Sort:  

THIS LOOKS LIKE TASTY FOOD

yeah it was :)