Life-এ খাওয়া Best French Fries 🍟!!!
সাথে মচমচে Prawn Fry!!!
Price:- 20 Kuna
Location:- Zagreb, Croatia 🇭🇷
সাথে Mediterranean Sauce-নামক এক ধরণের Sauce পরিবেশন করেছিলো যেটা সত্যিকার অর্থে অসাধারণ ছিলো।
KFC or MCDonalds-এর মতো Croatia 🇭🇷 -তে Fries Factory-ও একটি জনপ্ৰিয় Food-chain যা মূলতঃ বিভিন্ন Fry আর Slice Pizza-এর জন্য খুবই প্রসিদ্ধ। বলাবাহুল্য যে Croatia 🇭🇷-এর মানুষের জীবন-যাত্রার সাথে এই Fries Factory বিশেষ ভাবে জড়িত।
Croatia 🇭🇷-তে বেড়াতে আসলে এই Fries Factory-এর French Fry আর সাথে মচমচে Prawn Fry এবং সেই সাথে Mediterranean Sauce-এ ডুবিয়ে খাওয়ার জন্য সকলের প্রতি suggestion রইলো আর ভ্রমণপিপাসু মানুষের জন্য Romania 🇷🇴-এর মতো Croatia 🇭🇷-ও হতে পারে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এক অনাবিল প্রশান্তি।
Looks really good!
I wish I could get something like that where I am.