২০১৫ সালে চালু হয়েছিল ফেসবুক লাইট অ্যাপ। কারন এতে ডাটা খরচ খুবই কম লাগে ও এই অ্যাপটি মাত্র ২৫২ কিলোবাইট। এই স্বল্প ডাটা খরচ করে যেন অনুন্নত দেশ গুলি ফেসবুক সুবিধা পায় তার জন্যই এইঅ্যাপটি চালু করা হয়েছিল। কিন্তু এখন এটা শুধু অনুন্নত দেশই নয় উন্নত দেশ গুলিতেও এই অ্যাপটি চালু হয়েছে। ডাটা সাশ্রয়ী এই অ্যাপটি দ্বিতীয় প্রজন্মের মোবাইলেও ব্যবহার করা যায়।