(জীবনের ক্লান্তি)

in #feeling7 years ago

সুখ কি আমি জানি না, সুখের জন্য কি করতে হয় তাও জানি না। শুধু এটুকু জানি, ভালোবাসা সর্ব সুখের মূল। অন্য কোন উপায়ে সুখ অর্জন কিংবা পাওয়া যায় না। তাইতো আজ আমি এ সুখের পিছে ঘুরে ঘুরে বড় ক্লান্ত।।।

Sort:  

ঠিক বলেছেন। ভালবাসা ছাড়া জীবন অর্থহীন।
আমাদের জীবন খুব অল্প সময়ের। স্বপ্ন দেখতে দেখতেই কেমন করে যেন জীবন অর্ধেকটা চলে যায়, আর বাকি অর্ধেকটা যায় জীবনের না পাওয়ার কষ্টের কথা ভেবে ভেবে। আর তাই তো আমি এই সুখের খোজে দিশেহারা হয়েছি বারবার। যতবারই ভালবাসার প্রলোভনে ফেসেছি ততবারই ঠকেছি, নিঃস্ব হয়েছি, লুট হয়েছি প্রতিবার। ভালবাসা খুজতে গিয়ে মন আমার ক্ষত বিক্ষত হয়েছে , হয়েছে হৃদয়ে রক্তক্ষরণ। তবুও কেমন যেন নেশার মত কষ্ট পাব জেনেও ছুটে বেড়াই ভালবাসার খোজে। মনে অদম্য বিশ্বাস - একদিন আমি আমার প্রকৃত ভালবাসা ঠিকই খুজে পাব

আমারও বিশ্বাস ভালবাসার জয় হবেই হবে।