- আমি চাই কেউ আমাকে ভালোবাসুক, যেমনটা আমার পরিবার আমাকে ভালোবাসে।
আমি চাই কেউ আমাকে এতটুকু আদর করুক যতটা আদর করলে পৃথিবীকে ভুলে থাকা যায়।
আমি চাই কেউ আমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখুক, যেন মনটা আর কিছু না চায়।
আমি চাই না কেউ আমাকে স্বর্গ সুখ এনে দিক, আমি শুধু চাই সে আমাকে এতটুকু ভালোবাসুক যতটা ভালোবাসলে ভালো থাকা যায়।
আপনি অনেক মূল্যবান একটা জিনিস চেয়েছেন। আমি সারা জীবন শুদ্গু আপনারই মতো এভাবেই শুধু ভালবাসা চেয়েছি, কিন্তু পাইনি। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি যে, ভালোবাসা আসলে চেয়ে পাওয়া যায় না। ভালোবাসা তৈরি করে নিতে হয়। আপনি যার কাছে ভালোবাসা চান, তার ভিতরে আপনার জন্য ভালোবাসা আপনাকেই তৈরী করতে হবে। আসলে ভালোবাসার মূল্য সবাই বুঝে না। যারা বুঝে তারা আসলে পাচ্ছে না।
আমি চাই আপনি যেন আপনার ভালোবাসা খুব তাড়াতাড়িই পেয়ে যান।
আমার বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো আপনার জন্য।