যে আকাশে সূর্যের আলো আর জোৎন্সায় চাঁদ থাকে সেই আকাশটা সবার প্রিয়। যখন আকাশ তার কষ্টকে কালো মেঘে ঢেকে রাখে। তখন সবার কাছে অপ্রিয় আর ভয়াবহ মনে হয়। এই আকাশের মাঝে আমার জীবনকে খুঁজে পাই। আমার জীবন যখন কষ্টে ভরে যায় ঠিক তখনি কাছের মানুষগুলো দূরে সরে যায়।হে আকাশ তোমার মাঝেই রেখো আমায় আপন করে।
I upvoted & follow u.. plz follow me back