আমি যে ধন্য ওগো তোমার জন্য। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা স্বর্গ সুখ এনে দেয়। তুমিতো তাদেরী একজন। সবকিছু ভুলে গেলেও তোমাকে ভূলে যাওয়াটাই স্বার্থপরা প্রকাশ করে। আমি জানি, তোমার ঋণ শোধাবার ক্ষমতা আমার হবে না। যদি কখনো ভুলে যাই তোমায়, যদি কখনো স্বার্থের টানে স্বার্থপর হয়ে যাই। তবে আমায় তুমি মাফ করে দিও ওগো বন্ধু !
nice post dear,, hope you will also fallow me , as friend @yousafharoonkhan