"মোগল হাড়ি প্লেটার"
খুব সুন্দর নাম। খাবারটা ও জোস।
কিন্তু সমস্যাটা হচ্ছে এই জিনিসটা পরিবেশন করে হাড়িতে আর খেতে হয় প্লেটে করে। যদি প্লেটেই খেতে হয় তাহলে হাড়িতে পরিবেশন করার দরকারটা কি? প্লেটেই সুন্দর করে সাজিয়ে দেয়া যেত ।
এতে কাস্টমার আর দোকানদার দুজনেরই লাভ।
কাস্টমারকে কষ্ট করে প্লেটে নিয়ে খেতে হয় না আর দোকান্দারদের ও কষ্ট করে প্লেট আর হাড়ি দুটোই পরিষ্কার করা লাগত না :/ :p
Sort: Trending