প্লেসঃ দারুচিনি রেস্টুরেন্ট।
আইটেম১ঃপ্রেসয়ারী নান
স্বাদঃ ৭.৫/১০(দারুচিনি তে আমার মতে বাটার নান বেস্ট। প্রেসয়ারী নান আমার কাছে শক্ত লেগেছে। তবে সুস্বাদু ছিল। তাঁর উপর একটা মনে হয় ঘি এর প্রলেপ ছিল। যার স্বাদ মুখে লেগে থাকার মতো।)
টাকাঃ ৬৫।
আইটেম২ঃ চিকেন চাপ
স্বাদঃ৯/১০(এখানকার চিকেন গ্রীল খেয়ে মন ভরে নি আমার। তবে চিকেন চাপ তা পূরণ করে দিল। ওয়েল কুকড ও মসলার পরিমাণ ঠিকঠাক ছিল। আর একটা ক্রিসপি ভাব ছিল যা সত্যিই অসাধারণ। তার সাথে দারুচিনির স্পেশাল সস তো আছেই। তবে একটা জলপাই আচার ছিল সামান্য পরিমাণ। যা আহামরি লাগেনি ওকে।)
টাকাঃ ১২০।
পরিমাণঃ ৮/১০।
বিহেভিয়ারঃ ওয়েল ম্যানার 😎
location?
This comment has received a 0.60 % upvote from @booster thanks to: @amirul.