BBQ Nation
oven baked pasta +Bbq chicken
সন্ধ্যার দিকে শুরুতে হাট্টিমা টিম টিম এ গেছিলাম।। ওইখানে গিয়ে বসার চেয়ার/টুল নাই দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে হলো না।তারপর আসলাম ক্যাফে শুন্য তে লুচি কসামাংস টেস্ট করতে এখানে আসলে উনারা বললো অনেক দেরী হবে শেষে অনেকটা বাধ্য হয়ে গেলাম বিবিকিউ নেশন এ। এখানে গিয়েও আবারো বাইরে অপেক্ষা।
আগেই অর্ডার করে দিছি তাই টেবিল পাওয়ার ৪/৫ মিনিটেই ফুড চলে আসে।।।ফুড নিয়ে নতুন করে লিখার কিছুই নাই।।। ওদের পাস্তা সিলেটে খাওয়া সেরা একটা পাস্তা।।।বিবিকিউ চিকেন লাস্ট টাইম যখন খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি সল্টি ছিলো ।। কিন্তু আজকে ছিলো একটা পারফেক্ট বিবিকিউ।