রাজধানীর ধানমন্ডিতে বিভিন্ন মুখরোচক ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছে স্থানীয় রেস্তোরাঁগুলো।
এক হাঁড়ি হালিমের দাম ২০০ শুরু করে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত
ইফতারে অনেকেই রাখছেন গ্রিল চিকেন। একেকটির দাম পড়বে ২১৫ টাকা।
পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদের পরোটা। প্রতিটি কিমা ও চিকেন পরোটার দাম ৪০ টাকা এবং প্লেন পরোটার দাম ২৫ টাকা করে।
হায়দরাবাদী বিরিয়ানির দাম ২২০ থেকে ৪০০ টাকা।
ক্রেতারা ভিড় করছেন বড় রেস্তোরাঁর ইফতারের স্টলে।
ইফতারের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে মোমো। দাম ১৫ টাকা করে।
পাওয়া যাচ্ছে চিকেন, বিফ ও সবজি রোল।
ভাজা হচ্ছে জিলাপি। প্রতি কেজি জিলাপির দাম ১৬০ টাকা।
অনেক রেস্তোরাঁ চিকেন ললিপপ বিক্রি করছে। ১৫ টাকা করে দাম।
MOMO abar ki?Eta ki dia banae?