প্রথমেই ধন্যবাদ জানাই এই হায়দ্রাবাদী বিরিয়ানীর রিভিউ দেওয়া আপাদেরকে! জীবনের প্রথম রিভিউ দেখে খেতে গিয়ে পয়সা উসুল খাওয়া পেলাম!! 😍
আমার খাওয়া প্রথম হায়দ্রাবাদী বিরিয়ানি ছিল সারিন্দার,সম্ভবত ২০১০ এর দিকে। ঢাকায় খাওয়া হয়নি, চিটাগাঙের বেশ কয়েকটা জায়গায় খেয়েছি; হান্ডিতেও খেয়েছি, ২০১৫ সালের দিকে!
অনেকের কাছে এগজাজেরেশান মনে হতে পারে, বাট সত্য বলতে আমি আজকে আমার জীবনের সেরা হায়দ্রাবাদী বিরিয়ানি খেয়ে আসলাম! আলহামদুলিল্লাহ!
এই মুগ্ধতা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নাই। শেফকে অসংখ্য ধন্যবাদ! আর স্পাইস ক্লাবের কাছ থেকে আশা থাকবে, তারা তাদের এই চমৎকার সার্ভিস বজায় রাখবে!
Item : Hyderabadi Biryani (Chicken)
pic @source
Price : BDT 190
Rating : 9/10
Service : 9/10
keep up the very good job, #Spice_Klub 👍
picture makes me hungry .... :(
Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone and get added to our voting list for valuable up-votes!