Place: Burger n Co.
Item: Soft and juicy burger (Large)
Price: 90 taka
Taste:6/10
Service: 4/10
Behavior:7/10!
...
Burger n Co. তে যাওয়ার আগে কিছু টিপস :
- এমন জোরে চিৎকার দিয়ে অর্ডার দিবেন যাতে অন্তত ৩ জন স্টাফ আপনার অর্ডার শোনে। নাহলে ভুল বার্গার ধরায় দিতে পারে।
২ বার ভুল দিয়ে পরে ঠিক টা দিছে। বিল না দেখলে প্রথমেই ভুল টা নিয়ে চলে আসতাম।
এর জন্য behavior এ রেটিং কমালাম না কারন প্রত্যেকবার অমায়িক হাসি দিয়ে Change করে দিসে।
- বার্গারের টেস্ট আহামরি না হলেও ভালোই লাগছে। বাট মেনুর ছবি দেখে স্বপ্নে ভাসার কারন নেই। কারন যেই বার্গার আসবে তা দেখে মেনুর বার্গারের দূরের আত্মীয়ও মনে হবে না।
3.আর দামের তুলনায় সাইজ আরেকটু বাডা়লে
মন্দ হয় না।
এই বার্গার রে যাই বলুক Large বলা যায় না।
.
বি. দ্র. বার্গারের অবস্থা আরেকটু ভালো ছিল। বাড়িতে আনার জন্য এ অবস্থা ॥
Hi, I just followed you :-)
Follow back and we can help each other succeed! @hatu