Bamana College vs Bamana Bazar Preeti Football Match | বামনা কলেজ vs বামনা বাজার প্রীতি ফুটবল ম্যাচ

in #football2 years ago

"Bismillahir Rahmanir Rahim"
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

Hello friends how are you all? Hope you all are well by God's grace. Alhamdulillah I am also fine with your prayers and God's grace.

Hello friends, today we have a football match here. Where two teams participated. One team name is Bamana Bazar Team and Bamana College Team. There was a friendly match between these two teams which we all enjoyed very much.

image.png

This game started at five forty minutes Bangladesh time.

From the start of the game, the market team was putting the college team under a lot of pressure with attack after attack. They were playing in attacking mode and the college team was initially playing defensive.

image.png

The market team was attacking one after the other. In this attacking, the college team conceded a goal in the first 10 minutes. After the college team digested the goal, they also started playing in attacking mode. And bazar team made several counter attacks but could not score any goals from this college team but bazar team came under a lot of pressure.

image.png

Attacks and counter-attacks continued from then until the referee whistled for a break.

After the break, the two teams swapped goalposts. As the goal posts changed, the college team put the Bazar team under a lot of pressure, attacking after attacking. Bazartin could not withstand this pressure and conceded a goal, now the result of the game is 1-1.

image.png

After the Bazar team digested the goal, they also became aggressive due to which the Bazar team gave another goal to the college team and the result of the game was 2-1. After that, the game got more intense, Dono team was attacking one after the other, the referee whistled and said that the Bazar team has won, stop the game now, the time is up.

And thus ends today's game. In the game there will be wins and losses, one team will lose and one team will win, but the game was very beautiful, no one got any foul or red card, yellow card, in a word, the game was very smooth.

So friends until today see you in the next post. And those of you who play this sport will play sport but play it well. Remember that one incident can change your entire life.


"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি।

হ্যালো বন্ধুরা, আজ আমাদের এখানে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুটি দল অংশগ্রহণ করেছে। একটি দলের নাম হলো বামনা বাজার টিম এবং বামনা কলেজ টিম। এই দুই টিমের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়েছে যে ম্যাচটি আমরা সবাই খুব উপভোগ করেছি।

image.png

এই খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় পাঁচটা চল্লিশ মিনিটে।

খেলার শুরু থেকেই বাজার টিম কলেজ টিমকে খুব চাপের মধ্যে রাখছিল অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছিল। তারা অ্যাটাকিং মোডে খেলছিল এবং কলেজ টিম শুরুতে ডিফেন্সিভ খেলছিল।

image.png

বাজার টিম একটির পর একটি অ্যাটাক করে যাচ্ছিল এই অ্যাটাকিং এর মধ্যেই কলেজ টিম একটি গোল হজম করে নিয়েছে প্রথম ১০ মিনিটের মাথায়। কলেজ টিম গোলটি হজম করার পর পরই তারাও এটাকিং ভঙ্গিতে খেলা শুরু করে। এবং বাজার টিমকে বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক করে কিন্তু এর থেকে কোন গোল অর্জন করতে পারেনি কলেজ টিম কিন্তু বাজার টিম খুব চাপের মধ্যে পড়ে যায়।

image.png

এরপর থেকে অ্যাটাক এবং পাল্টা অ্যাটাক চলতে থাকে এরই মধ্যে রেফ্রি বাঁশির সুরে বলে দেয় এখন বিরতির সময় হয়েছে।

বিরতির পরে দুই টিম গোলপোস্ট পরিবর্তন করে নেয়। গোল পোস্ট পরিবর্তন করার সাথে সাথে কলেজ টিম বাজার টিমকে অ্যাটাকিং এর উপরে অ্যাটাকিং করে বেশ চাপের মুখে ফেলে দেয়। বাজারটিন এই চাপ সহ্য করতে না পেরে একটি গোল হজম করে ফেলে এখন খেলার ফলাফল হয়ে দাঁড়ালো ১-১ গোল।

image.png

বাজার টিম গোলটি হজম করার পর তারাও আক্রমণাত্মক হয়ে ওঠে তার সুবাদে বাজার টিম আরও একটি গোল দিয়ে দেয় কলেজ টিমকে খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো ২-১ গোল। এরপরে খেলা জমে ওঠে আরও জোরালোভাবে দোনো টিমই একের পর এক অ্যাটাক করে যাচ্ছে এমন অবস্থা চলার মধ্য দিয়ে রেফারি বাঁশির সুরে জানান দিলেন বাজার টিম উইন হয়ে গিয়েছে তোমরা এবার খেলা বন্ধ কর সময় শেষ।

আর এভাবেই আজকের খেলাটি শেষ হয়ে যায়। খেলায় তো হার-জিত থাকবেই একদল হারবে একদল জিতবে কিন্তু খেলাটি খুব সুন্দর হয়েছে এমন কোন ফাউল বা লাল কার্ড ইয়েলো কার্ড কেউ পায়নি এক কথায় খেলাটি খুব শৃংখলভাবে হয়েছে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোন পোস্টে। আর আপনারা যারা এই খেলাধুলা করেন খেলাধুলা করবেন কিন্তু সুশৃংখলভাবে খেলাধুলা করবেন। মনে রাখবেন একটি অঘটন আপনার পুরো জীবনটাকেই পরিবর্তন করে দিতে পারে ধন্যবাদ।