আসার পর থেকে নজর কেড়েছেন সবার। এবার ইপিএলের ডিসেম্বর মাসের সেরা ফুটবলারও নির্বাচিত হলেন তিনি।
এর ফলে ইপিএলে নিজের ১ম বছরেই এমন একটি রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই তরুণ, যেটি মোটামুটি হতবাক করে দিয়েছে সবাইকে। এক ক্যালেন্ডার ইয়ারে ৪ বার জিতে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মাস সেরা ফুটবলারের খেতাব।
গেল বছরের করোনাভাইরাসের থাবায় ৩ মাস বন্ধ ছিল ইপিএল। তার মানে মাঠে খেলা গড়িয়েছে ৯ মাস। এরমধ্যে ৪ মাসেই সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গেল নভেম্বর ও ডিসেম্বরে টানা ২ বার সেরা ফুটবলার নির্বাচিত হলেন ব্রুনো। এর আগে ফেব্রুয়ারি ও মে মাসেও ইপিএলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।
মূলত মিডফিল্ডার হলেও, রেড ডেভিল শিবিরে তার অন্তর্ভুক্তি মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তার ক্লাস এবং সৃজনশীলতা মুগ্ধ করছে সবাইকে।
বেশ কয়েক বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে ইপিএল টেবিলের শীর্ষে উঠানোর ক্ষেত্রে বড় ভূমিকাটাও এই পর্তুগিজ তারকার।
ডিসেম্বর মাসেরও সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর প্রিমিয়ার লিগের ওয়েবসাইটকে ব্রুনো জানিয়েছেন, ৩ গোল আর ৪ অ্যাসিস্ট অবশ্যই ভালো একটা মাসের জানান দেয়। গোল করা এবং সতীর্থদেরকে দিয়ে গোল করানো দারুণ কাজ। আমি খুব খুশি যে সেসব করতে পারছি। ট্রফি জিততে ভালো লাগে। আমি চাই দলের জন্যও ট্রফি জিততে। এখনই লিগ চ্যাম্পিয়ন হতে পারবো কিনা বলা মুশকিল। তবে আমাদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমরা সেরা দলগুলোর বিপক্ষে লড়ি তবে লক্ষ্য থাকে তিন পয়েন্ট অর্জন করা।
Congratulations @snd3! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking