source
প্যারাগুয়ের সাথে ড্র করে একপ্রকার কোপা এমেরিকা থেকে ছিটকে পডেছিল।তবে অপেক্ষা করতে হয়েছিল পরের ম্যাচ আরজেন্টিনা বনাম কাতার এবং কলম্বিয়া বনাম প্যারাগুয়ে এই ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ।আসুন জেনে নিই এই সমীকরন টা কি ?যদি এই দুই ম্যাচে আরজেন্টিনা বনাম কাতারের ম্যাচে ফলাফল যদি ড্র হত তাহলে আরজেন্টিনা ছিটকে পডত কোপা এমেরিকা থেকে।আবার ধরে নিলাম আরজেন্টিনা এই কাতারের ম্যাচে জিতে গেল আর এদিকে যে কলম্বিয়া বনাম প্যারাগুয়ের ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হত আরজেন্টিনাকে।কারন এই ম্যাচে যদি প্যারাগুয়ে জিতে যেত তাহলে ১ নাম্বারে থাকত কলম্বিয়া এবং ২ নাম্বারে থাকত প্যারাগুইয়ে এবং ৩ নাম্বারে থাকত আরজেন্টিনা।
source
এই ম্যাচে যদি প্যারাগুয়ে জিতে যেত তাহলে আরজেন্টিনাকে অপেক্ষা করতে হত আরো ২ টা ম্যাচের জন্য।কোপা এমেরিকায় ৩ টা গ্রুপে ভিবক্ত করা হয়েছে A, B, C . ৪ টি করে দল প্রতিটা গ্রুপে দেয়া হয়েছে।এখান থেকে ১ গ্রুপ থেকে ৩ দল করে নেয়া হবে কোয়ার্টার ফাইনালের জন্য।প্রতি গ্রুপ থেকে ১ এবং ২ নাম্বার দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে এবং ৩ নাম্বার দল কে খেলতে হবে আরো দুইটা ম্যাচ করে.৩ গ্রুপের ৩ দলকে খেলে ওখান থেকে ২ দল যাবে কোয়ার্টার ফাইনালে ।
Sort: Trending