ফরেক্সের কথা শুনলেই কলিজাটার ভেতরে হাহাকার করে উঠে @saiduzzaman ভাই। আর এ জন্য আপনার একটা কথা মেনেই আজ ফরেক্স থেকে দূড়ে আছি। কথাটা সম্পূর্ণ মনে নেই তবে তার আংশিক হচ্ছে যারা না বুঝেন তারা চুপ করে থাকেন। আমার অনেক আগেই চুপ করে থাকা উচিৎ ছিল। কিন্তু তখন চুপ থাকতে পারিনি, এখন এমনিতেই চুপ হয়ে গেছি। কারণ হারাবার আর কিছুই নেই। পদ্মার শ্রোতের মতই ফরেক্স আমার থেকে সব নিয়ে গেছে।
Sort: Trending
[-]
saiduzzaman (60) 6 years ago