আউটসোর্সিং কি?
ঘরে বসে কাজ করে কেউ যদি সফলভাবে আয় করতে পারে তবে সেটাই আউটসোর্সিং। তবে এই ধরনের কাজ আপনি যে কোন যায়গায় বসে করতে পারবেন। অতীতে কাজগুলো শুধু কম্পিউটার এই করতে হতো তবে এখন উন্নত প্রযুক্তির ফলে আউটসোর্সিং এর এই কাজগুলো এখন মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়েও করা যায়। আউটসোর্সিং এ অনেক ধরনের কাজের উপায় আছে আর তাই একটি কথা বারে বারে বলি যত বেশী ঘাটাঘাটি করবেন ততো বেশী জ্ঞান অর্জন করতে পারবেন। এই পথে কাজের আর একটি বিষয় খুবই গুরুত্বপূরণ আর তা হলো ধৈর্য্য । আসুন সবাই মিলে আউটসোর্সিং এ কাজ করে বিদেশী ডলার আয় করি আর দেশের অর্থনৈতিক অভাব ও বেকাত্ব দূর করি।
MONEY PUES