অনলাইনে ইনকাম করার সেরা একটি উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং
আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইনে আয় করার চেষ্টা করেছেন। কিন্তু অনলাইনে আয় সে তো মরীচিকা, হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এই সেদিন আপনার পাশের বাড়ির রিপন বা পরিচিত বোকাসোকা নাফিজ টাকা পয়সার জন্য হা-হুতাশ করতো। কিন্তু অনলাইনে ইনকাম করে তাদের জীবন ধারাও পাল্টাতে শুরু করেছে। সারাক্ষণের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটার টাই যদি হয়ে যায় আপনার উপার্জনের মাধ্যম, তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীন ভাবে আয় উপার্জন করতে চান তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য এই লেখাটি হতে পারে সঠিক দিক নির্দেশনা।
এই লেখার অনলাইনে আয় করার উপায় থেকে জেনে নিন সব থেকে সহজে বেশি ইনকাম করার উপায় কি। আর এর থেকে আপনার পছন্দের এবং দক্ষতার যে কোন একাধিক উপায় দিয়ে শুরু করুন আর আপনার অনলাইন ইনকাম কে বাড়িয়ে ফেলুন যত খুশি ততো। বিস্তারিত পড়ে আপনিই ঠিক করবেন কোন কাজ করে অনলাইন থেকে মাসে কত টাকা আয় করবেন?
ফ্রিল্যান্সার হিসাবে আয় করুন
এডসেন্স এবং এফিলিয়েট মার্কেটিং এর পরে অনলাইন ইনকামের আরেকটি জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি অস্থায়ী ভাবে পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন ছোট/বড় সংস্থাগুলির সাথে কাজ করতে পারেন এবং তাদেরকে সেবা প্রদান করতে পারেন।
আপনি যে কাজে দক্ষ তার উপর ভিত্তি করে ফ্রিল্যান্সার হিসাবে মাসে $২০০ থেকে $২০০০+ পর্যন্ত আয় করত পারেন।
নিচের যেকোন একটি বিষয় ভালভাবে জেনেই আপনিও শুরু করে দিতে পারেন আপনার অনলাইন ক্যারিয়ারঃ- |
---|
কন্টেন্ট লেখা |
ওয়েব ডিজাইন |
গ্রাফিক ডিজাইন |
এসইও |
ডেটা এন্ট্রি |
এপস ডেভেলপমেন্ট |
এবং আরো অনেক ধরনের কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার জন্য আপনি আপ ওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, ওয়ার্ক এন্ড হায়ার, পিপল পার আওয়ার এই ফ্রিল্যান্সিং সাইট গুলোর যেকোন এক বা একাধিক সাইটে সাইনআপ করে কাজ শুরু করতে পারেন। তবে একটা কথা বলি যে কোন একটা কাজে দক্ষ হয়ে কাজ শুরু করুন। তাহলে ফ্রিল্যান্সার হিসাবে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না।
Congratulations @darklitebd! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
Congratulations @darklitebd! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!