ভুঁড়ি বাড়ছে, স্লিম হতে কি খাবেন

in #funny7 years ago

foodjokes-12-1515765183.jpg

"গিয়েছিলাম সেদিন এক পুষ্টিবিদের কাছে যাকে বলে ডায়েটিশিয়ানের কাছে .. মনে হচ্ছিল, আমি যেন আসামী । সামনে জাঁদরেল পুষ্টিবিদ । ক্যালোরি নিয়ে ছেলেখেলা করছেন ।

  • সকালে কি খান ?

  • দুধ-চিনি দিয়ে চা আর বিস্কুট ।

  • দুধে "মিল্কোজ", চিনিতে সুক্রোজ, বিস্কুটে গ্লুকোজ । এসব দিয়ে চা 'হররোজ' ? এগুলো বাদ দিন ।

  • চা - বিস্কুট বাদ ?

  • না না । সব বাদ দেবেন কেন ? দুধ, চিনি, চা আর বিস্কুট বাদ দিন ।

  • তাহলে বাকী কি র‌ইল ?

  • কেন ? গরম জল বারন করেছি ? ওটা খান ।

  • ঠিক আছে, যা বলবেন ।

  • ব্রেকফাস্ট করেন ? ওটা কিন্তু অবশ্য‌ই করবেন ।

  • ব্রেডটোস্ট খাব ?

  • পাগল ? ব্রেডে সোডিয়াম, মাখনে স্যাচুরেটেড ফ‍্যাট ।

  • ম্যাগি ??

  • হবে না ।

  • লুচি - বেগুনভাজা ?

  • রক্তে কোলেস্টেরল কোলাহল করবে ।

  • রুটি - আলুর চচ্চরি ?

  • সে তো 'কার্বো' কারখানা ।

  • তাহলে উপায় ?

  • 'ভুট্টার ছিবড়ে' চিবোতে পারেন । তবে দুধ খাবেন না - ডিটারজেন্ট থাকে । আপনার লিভার কেচে দেবে । ফল খাবেন - তাই বা বলি কি করে ? কার্বাইড দেয় । 😦

এবার লাঞ্চে আসি ।

  • লাঞ্চ খুব ঘোরালো ব্যাপার । ওটা নিয়ে খুব সমস‍্যা ।

  • কেন ?

  • দেখুন, ভাত খাওয়া যাবে না - হাই ক্যা‍লোরি । ডাল বেশী খেলে ইউরিক অ্যাসিড । সবজিতে বিষাক্ত পেস্টিসাইড আর রং । মাছে ফর্মালিন দেয় । ডিমে - মাটনে কোলেস্টেরল । চিকেনে ইনজেকশন । মশলায় রং । প্রসেসড খাবারে সোডিয়াম । তাই ভাবছি কি খেতে বলব । 😑 😑

  • যাব্বাবাঃ !! সব‌ই তো বাদ পরে গেল ।

তাহলে কি হাওয়া খেয়ে থাকব ? 🤔

  • খবরদার না । হাওয়ার পলিউশন সম্বন্ধে কোন‌ও ধারনা আছে আপনার ?

  • ধুত্তোর । 🙄

বেরিয়ে পড়লাম। 'পুষ্টি'র পাশেই 'অপুষ্টির পীঠস্থান' বিরিয়ানির দোকান । পেট খিদেয় কাতর, এদিকে মন শোকে পাথর । শরীর খারাপ লাগছে । শেষে "যা হবে হোক" বলে ঢুকে পড়লাম । পেট পুরে একপ্লেট স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে পেটের জ্বালা জুড়োল, মনের‌ও । অনেক সুস্থ লাগছে ।"

🤣😁😀😉😊

=======

[ সংগৃহীত ]

Sort:  

You Got 18 vote from me.
Thanks for represent Bangladesh.Use bdbot tag for get free vote :) More service coming soon so stay with us . @bdbot @sadbin
U5dqxweFWaXRKEkhApbRgAdANUbGdYq_1680x8400.jpg