Brazil out of World Cup 2018

in #game7 years ago

f679b1af69d32c2717c6407b630f6483-5b408e1410dfe.jpgরাশিয়া বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফলে সেমিফাইনালে একটি লাতিন দলও টিকে থাকল না। লাতিনের শেষ ভরসা ছিল ব্রাজিল। সেলেসাওদের সেই জাদু কি তবে হারিয়ে গেল?
বিশ্বকাপের সব আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা দলও তারা। ২০০২ সালে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে আরও ৪টি বিশ্বকাপ। কিন্তু ব্রাজিলের মিশন হেক্সা সফল হয়নি। রাশিয়া বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল নেইমার-কুতিনহোদের। শেষ পর্যন্ত কাগুজে বাঘ হয়েই বিদায় নিল ব্রাজিল।

Pran Frooto
আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, পেরুর বিদায়ের পর বিশ্বকাপে লাতিন আমেরিকার শেষ ভরসা হয়ে ছিল ব্রাজিল। সেই ব্রাজিলও যখন হতাশ করল, প্রশ্ন উঠে গেছে তাদের জাদু কি তবে শেষ হয়ে গেল? যেই সাম্বার মোহিত ছন্দে তারা মাতিয়ে রেখেছিল বিশ্বকে, যে ব্রাজিলের বিপক্ষে খেলার আগে ভয়ে শিরদাঁড়া কেঁপে উঠত প্রতিপক্ষের, সেই ব্রাজিলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কী হলো ব্রাজিলের?

ব্রাজিল-সমর্থকদের কাছে বিশ্বকাপ ফাইনাল হারা মানেও ব্যর্থতা, সেই ব্রাজিলই ২০০২ বিশ্বকাপের পর একবারও খেলতে পারেনি ফাইনাল! তিনবার বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেই ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবেন প্রত্যেক ব্রাজিলিয়ানই।

পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদো, রোনালদিনহোদের ব্রাজিল ছিল যেন এক অন্য গ্রহের। তাঁদের ব্রাজিল কেবল যে বিশ্বকাপই জিতেছিল তা নয়, ফুটবলকে যে শিল্পে পরিণত করা যায়, সেটি দেখিয়েই বিশ্বজয় করেছিল সেই দলগুলো। অথচ রাশিয়া বিশ্বকাপসহ গত চারটি বিশ্বকাপের ব্রাজিল যেন সেই ব্রাজিলের অপভ্রংশ।

না, শক্তিমত্তায় ব্রাজিলের এই দল নিয়েও কোনো ধরনের সমস্যা নেই। নেইমার, কুতিনহো, জেসুস, ডগলাস কস্তারা কোনো মরীচিকা নন। প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেই এই পর্যায়ে এসেছেন। তবু কেন পারল না ব্রাজিল?

Sort:  

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by maharima from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

this is sad news for big team