কোনো মেয়েকে সত্যিকার
অর্থে খুবভালো লেগে যাওয়ার পর
তাকে ভালোবাসি বলার
আগে ঠান্ডা মাথায়
চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত
ধরে রাখতে পারবে কি না,।
.
প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার
দিকে হাত বাড়িয়ে দেয় তাহলে সেই হাত
শক্তকরে ধরে রাখতে পারবে কি না?
যদি পারো দ্যান গো এহেড।
আর
যদি না পারো তাহলে ভুলে যাও
.
ভালোবাসা মানে শুধু
দুজন মিলে ফুচকা খাওয়া না,একসাথে রিক্সায়
ঘোরা না,একসাথে মুভি দেখা না,দুজনে লুকিয়ে লুকিয়ে চুমু
খাওয়াও না।এইগুলো শুধুমাত্র দুজনের
কাছে আসা,একজন আরেকজনের
প্রতি অনুভূতি প্রকাশ করা আর
দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র।
কিন্তুু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ
আছে।
সেটা হলো দায়িত্ব।
.
একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার
অর্থ মেয়েটার প্রতি তোমার
যে ভালোবাসা তার দায়িত্বও
তুমি নিতে যাচ্ছো। তার সুখের দায়িত্ব,আনন্দের
দায়িত্ব,কষ্টের
দায়িত্ব,একাকীত্বের দায়িত্ব।
.
মেয়ে
টাকে প্রচন্ড ভালোবাসো তুমি। তার জন্য
কয়েক সকাল না খেয়ে নুপূর
কিনে পায়ে পরিয়ে দিচ্ছো,কয়েক বিকেল
রিক্সায় না উঠে হেটে যাচ্ছো টিউশনী করতে।
পায়ে হেটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ
কিনে দিচ্ছো।টিউশনীর টাকায় রাতভর তার
কথায় ডুবে যাচ্ছো।খুবভালো।
কিন্তুু এসবেরও শেষ আছে।এসবের
শেষে আরেকটা শুরুর জন্য,মেয়েটা একেবারেই
তোমার
কাছে চলে আসতে চাইবে।তখন তার
হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে।কিন্তু
যদি না পারো তাহলে মেয়েটা একআকাশ
অভিমান
নিয়ে,তোমাকে ভালোবাসতে বাসতে,আরেক জনের
ঘরে চলে যাবে।তার
দেহপড়ে থাকবে অন্যের বিছানায়,মনপড়ে
থাকবে তোমার কাছে।তোমাকে প্রতারক
ভাববে।
মেয়েটা তোমাকে খুবঘৃণা করতে চাইবে কিন্তু
পারবে না।মেয়েরা যাকে সত্যিকার
অর্থে ভালোবাসে,তাকে কোনো ভাবেই
ঘৃণা করতে পারে না!আর
তুমি বসে বসে কাঁদবে।তোমার
সকালে না খেয়ে কিনে দেয়া নুপুর,দুজনে কাটানো একলা দুপুরসব
মিথ্যে হয়ে যাবে।কিচ্ছু করার
থাকবে না!
.
দরকার হলে একা একা থাকো। অনেকসুখে থাকবে।
কিন্তু
একজনকে ভালোবাসবে অথচ
তাকে ধরে রাখতে পারবে না,সবচেয়ে বড়ো স্যাক্রিফাইসকরত
ে পারবে না ।তারপর
তারসাথে কাটানো স্মৃতি নিয়েতীব্রকষ্টে
জীবন কাটাবে,সেটার কোনো মানে নাই।
.
জানি এতো চিন্তা করে ভালোবাসা হয়না।
হঠাত করেই হয়ে যায়।কিন্তু তারপরেও একটু
চিন্তা করে নেয়া ভালো।
যদি চিন্তা করতে ইচ্ছা না হয়তাহলে শেষদিনটায়
মেয়েটাকে ফিরিয়ে দিও না।
সবচেয়ে বড়ো স্যাক্রিফাইসকরত ে হলে করো,কারণ
মেয়েটাও
সবচেয়ে বড়ো স্যাক্রিফাইসকরে তোমার
কাছে এসেছে।
তার হাতশক্ত করে ধরো।
কোনো অবস্থাতেই সেইহাত ছাড়া যাবে না।
শত ঝড়েওনা,একফোটা চোখের জলেও না!!
ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন।.
thik
lo
ok boy
gi
osam
osam
ok