লক্ষ্য অর্জন করবে যেভাবে

in #goal6 years ago


Source

লক্ষ্য অর্জন করবে যেভাবে

বেশিরভাগ ছাত্রছাত্রীরা ক্যারিয়ার নিয়ে বেশ চিন্তিত থাকে।পড়ালেখা শেষে কি করবে? ক্যারিয়ার নিয়ে কী করবে, কী হবে, কীভাবে হবে, কেন হচ্ছে না-ইত্যাদিই মূলত প্রধান চিন্তার কারণ। তাদের সাথে আলাপচারিতায় বেরিয়ে আসে তাদের ক্যারিয়ারের লক্ষ্য কী। জীবনের লক্ষ্যই বা কী। কিন্তু বেশিরভাগই জানেনা যে তারা আসলে কি হতে চাই। কী হবে, তা কেন আমরা পরিষ্কার বুঝতে পারি না?

উত্তরটা খুব সহজ। কারণ আমরা পরিষ্কারভাবে বুঝার চেষ্টাই করি না। পরিষ্কারভাবে বুঝতে পারব তখনি যখন আমরা কী কী দেখতে চাচ্ছি। অর্থাৎ কী আমার লক্ষ্য। ক্যারিয়ারের লক্ষ্য কি। লক্ষ্য যত স্বচ্ছ হবে, ভয় তত কম হবে। কাচের মতো পরিষ্কার লক্ষ্য ঠিক করতে পারলে, তা অর্জন করা সহজ হয়। এতে মনোবল, কাজ করার আগ্রহ ও উদ্যম বেড়ে যায়। আমরা জানি ‘স্বচ্ছতাই শক্তি।

প্রথমে জীবনের লক্ষ্য স্থির করাঃ


Source

আমরা আমাদের জীবনের লক্ষ্য টা কি তাই অনেকেই জানিনা।যেমন আমার ফ্রেন্ড সুমন ওর কাছে জানতে চাইলাম তোর জীবনের লক্ষ্য কি ? পরালেখা শেষ করে কি করবি? ওর উত্তর; প্রথমে বিসিএস এর জন্য চেষ্টা করব তারপর না হলে সরকারি ব্যাংক গুলোতে ঢুকার চেষ্টা করব , না হলে গ্রামের কলেজে ঢুকে যাব।এমন টা আমাদের অনেকের ভিতর এই ধরনের চিন্তাভাবনা থাকে তো বন্ধুরা তোমরা যদি তোমার লক্ষ্যই না স্থির করতে পার তাহলে তোমার লক্ষ্যে পৌছবে কিভাবে?
হ্যাঁ, এখনই ঠিক করতে হবে আপনার জীবনের লক্ষ্য কী হবে? নিজেকে কী হিসেবে দেখতে চান? কোথায় দেখতে চান? এটা হচ্ছে বড়

সঠিক পরিকল্পনা করাঃ


source

শুধুমাত্র লক্ষ্য স্থির করে রাখলেই হবে না সেটা অর্জনের জন্য চাই সঠিক পরিকল্পনা।প্রথমে লক্ষ্য স্থির করে তার জন্য আমার কি কি করতে হবে কতটুকু পরিমানে আমার পড়তে হবে, কোন কোন বই পড়লে বি,সি এসের জন্য সব থেকে ভাল হবে, কি পরিমানে পড়তে হবে প্রতিদিন এই সব কিছুর একটি রুটিন তৈরি করে নিতে হবে তবেই না লক্ষ্যের দিকে সঠিক ভাবে এগোবে।

লক্ষ্য অর্জনের প্রতি কঠর হউনঃ

শুধুমাত্র লক্ষ্য স্থির করলেই হবে না এটার প্রতি কঠর হতে হবে। আপনি আপনার লক্ষ্যের প্রতি যদি কঠর না হন তাহলে কখনোই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবে না। হ্যাঁ আমি বি,সি,এস ক্যাডারই হব আর অন্য কিছু না।এবং এটা থেকে সরে দাঁড়ান যাবে না যত ব্যর্থতাই আসুক না কেন জিবনে এখান থেকে পিছুপা হওয়া যাবে না।

এটার জন্য পর্যাপ্ত পরিমানে শ্রম দিনঃ


source

শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না শপ্ন পুরনের জন্য কাজ করতে হবে।আপনি যদি সারারাত জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হব তাহলে কি হতে পারবেন? যদি না এটার জন্য কাজ করেন? হ্যাঁ দৃঢ় প্রচেষ্টা আর কঠর পরিশ্রমের দ্বারা মানুষ তার লক্ষ্য পোঁছাতে পারে।

Sort:  

good informative content

Kivabe upvote barano jai ... Sei bishoye jodi kichu bolen tahole help hoi ....reply deben pls

You got a 15.83% upvote from @booster courtesy of @jannat!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

You got a 27.23% upvote from @postpromoter courtesy of @jannat!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Hi, @jannat!

You just got a 53.84% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.