এখন বৃষ্টির বড় দরকার
বৃষ্টির অভাবে আমার
হৃদয় মরুভূমি, হাহাকার।
হৃদ-মন্দিরে বড় হাহাকার
বৃক্ষরাজিও কাঁদে বারবার,
এখন বৃষ্টির বড় দরকার।
বৃষ্টিতে সিক্ত হবে
হৃদয়-কানন, পত্র-পল্লবে;
হাসিবে হৃদয় প্রেমানন্দে।
বৃষ্টির প্রতিটি ফোঁটায়
সর্ব অবিচার, অন্যায়;
মুছে যাবে তব করুণায়।
সেই বৃষ্টির বড় প্রয়োজন
তোমাকে পাবার আয়োজন,
তব করুণায় সিক্ত প্রিয়জন।
তুমি চির প্রেমময়, স্নেহময়
আমি তো চির অসহায়;
তব চরণে দাও আশ্রয় আমায়।
হৃদয় কাবায় বসো আমার
পুষপ-কানন সাজাও আবার,
এখন বৃষ্টির বড় দরকার।
----------০০০---------